ট্রাক চাপায় নিহত স্ট্যাডিক্যাম অপারেটর রাহাত, শোবিজে শোক

সড়কে বলি হলো আরও এক প্রাণ। দেশের শোবিজের সুপরিচিত স্ট্যাডিক্যাম অপারেটর অনিমেষ রাহাত (৩৪) বুধবার সকাল ৭টায় সড়ক দুর্ঘটনায় মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন…)।

অনিমেষ রাহাতের দীর্ঘদিনের বন্ধু ডিওপি সানী খান চ্যানেল আই অনলাইনকে জানান, সিরাজগঞ্জ থেকে মোটরসাইকেলে ঢাকায় ফিরছিলেন অনিমেষ রাহাত। সকাল ৭ টা নাগাদ চন্দ্রা এলাকায় হাইওয়েতে ট্রাক চাপায় তিনি ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।

ডিওপি সানী বলেন, সিরাজগঞ্জের কাজীরহাট এলাকায় পারিবারিক গোরস্তানে অনিমেষ রাহাতকে দাফন করা হবে।

১০ বছর ধরে শোবিজে কাজ করছেন অনিমেষ রাহাত। কয়েকবছর আগে ইন্ডিয়া থেকে স্ট্যাডিক্যাম চালানো শিখে দেশে এসে কাজ করছিলেন। তাকে এ সময়ের সবচেয়ে মেধাবী স্ট্যাডিক্যাম অপারেটর বলে মনে দেশের পরিচালকরা।

তার অকাল মৃত্যুতে শোক প্রকাশ করেছেন মোস্তফা সরয়ার ফারুকী থেকে শুরু করে শিহাব শাহীনদের মতো নির্মাতারা। তার সাথে কাজ করেছেন, শোবিজের এমন মানুষেরা হঠাৎ মৃত্যুর খবর শুনে স্তম্ভিত।

পরিচালক নঈম ইমতিয়াজ নেয়ামূলের সঙ্গে সম্প্রতি ‘গাঙচিল’ সিনেমায় কাজ করেন রাহান। স্মৃতিচারণ করে তিনি বলেন, গত সপ্তাহে আমার গাঙচিল সিনেমার গানে স্ট্যাডিক্যাম চালিয়েছে অনিমেষ রাহাত। সে ছিল সময়ের সেরা। ব্রাইট ফিউচার ছিল। এটা যে কেউ অপারেট করতে পারে না। তার মৃত্যুর খবর শুনে খুবই কষ্ট পেয়েছি।

এ প্রজন্মের পরিচালক সৈকত নাসির, তানিম রহমান অংশু, কাজল আরেফিন অমিসহ অনেক নির্মাতা অনিমেষ রাহাতের মৃত্যুতে শোক প্রকাশ করে ফেসবুক পোস্টে সমবেদনা জানাচ্ছেন।

ইফতেখারগাঙচিলমুক্তিরাহাতলিড বিনোদনশনিবার বিকেলসড়ক দুর্ঘটনা