টেলিভিশন চ্যানেলগুলোতে শিক্ষণীয় বিষয় তুলে ধরতে হবে: প্রধানমন্ত্রী

বিনোদনের পাশাপাশি টেলিভিশন চ্যানেলগুলোতে শিক্ষণীয় বিষয় তুলে ধরার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার বেসরকারি টেলিভিশন চ্যানেল মালিকদের সংগঠন অ্যাটকো’র সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, টেলিভিশন এক সময় ছিলো ক্ষমতা দখলের মাধ্যম। আওয়ামী লীগই প্রথম বেসরকারি খাতে তিনটি টেলিভিশন দিয়ে এই খাতের বিকাশের দ্বার উন্মোচন করেছে।

প্রধানমন্ত্রী বলেন: কর্মসংস্থানের ব্যবস্থা করার জন্য বেসরকারি টেলিভিশন টিভির অনুমতি দেয়া হয়েছে। ব্যাপক জনগোষ্ঠি বেকারত্ব নিয়ে ঘুরে, এদের কাজের ব্যবস্থা করে দেয়ার জন্য এবং যারা স্বল্প শিক্ষিত, উচ্চ শিক্ষিত, টেকনিক্যাল পর্যায়ে যারা শিক্ষাগ্রহণ করে এসেছেন তাদের অনেকেই বেকার। সেই চিন্তা থেকেই বেসরকারি খাতে টেলিভিশন চ্যানেল অনুমতি দেয়া হয়।

টেলিভিশন চ্যানেলবেসরকারি টেলিভিশনসেমি লিড