টেবিলে আধখাওয়া খাবার, পড়ে আছে রক্তাক্ত দেহ

কেনিয়ার হোটেলে জঙ্গি হামলায় নিহতের সংখ্যা বাড়ছে

কেনিয়ার রাজধানী নাইরোবিতে একটি পাঁচতারকা হোটেল ও অফিস কমপ্লেক্সে জঙ্গি হামলায় এখন পর্যন্ত ১৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

আহত হয়েছে আরও বিপুল সংখ্যক মানুষ। তবে আহতের সংখ্যা এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ।

মঙ্গলবার স্থানীয় সময় দুপুরে নাইরোবির দুসিত ডিটু হোটেল কমপ্লেক্সে হামলাটি চালানো হয়। প্রথমে ভবনটির সামনের দিকে থাকা একটি ব্যাংকের বাইরে একটি গাড়িবোমার বিস্ফোরণ ঘটায় জঙ্গিরা। এরপর হোটেরের লবিতে একটি আত্মঘাতী বোমা হামলা চালানো হয়।

সার্ভেইল্যান্স ভিডিওতে চারজন বন্দুকধারীকে ভবনের পার্কিং লট পেরিয়ে ভেতরে ঢুকতে দেখা গেছে। এদের মধ্যে একজন সেখানেই থেমে আশপাশে গুলি চালিয়েছে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে ভয়েস অব আমেরিকা জানিয়েছে, হোটেলের ভেতর রেস্টুরেন্টের দৃশ্য সবচেয়ে ভয়াবহ। সেখানে টেবিলগুলোতে সামনে আধখাওয়া খাবার নিয়ে রক্তাক্ত অনেকগুলো মানুষকে পড়ে থাকতে দেখা গেছে।

পালাতে চেষ্টা করা অনেক লোকজনকে উদ্ধার করে বের করে আনতে সফল হয়েছে পুলিশ।

মঙ্গলবারের ওই হামলায় একজন আমেরিকান নাগরিক নিহত হয়েছে বলে নিশ্চিত করেছে মার্কিন পররাষ্ট্র বিভাগ। তবে তার পরিচয় জানানো হয়নি। নিহতদের মধ্যে একজন ব্রিটিশ নাগরিক রয়েছে বলেও প্রাথমিক তথ্যে জানানো হয়েছে।

দুসিত ডিটু হোটেল ভবনটি নাইরোবির উচ্চবিত্ত অধ্যুষিত এলাকায় অবস্থিত। হোটেলটি আমেরিকান, ইউরোপিয়ান এবং ভারতীয় পর্যটকদের মাঝে বেশ জনপ্রিয়।

তবে হামলাটি আসলে কেন এবং কাদের উদ্দেশ্য করে চালানো হয়েছিল তা এখনো পরিষ্কার নয়।

কেনিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী ফ্রেড ফ্রেড মাটিয়াঙ্গি ইতোমধ্যে ঘোষণা দিয়েছেন, দেশ নিরাপদ আছে এবং পরিস্থিতিও নিয়ন্ত্রণে রয়েছে। কিন্তু এই ঘোষণার পর কয়েক ঘণ্টা পর্যন্ত কমপ্লেক্সের ভেতর থেকে গোলাগুলির শব্দ শোনা গেছে।

আফ্রিকান জঙ্গি সংগঠন আল শাবাব হামলার দায় স্বীকার করেছে।

আল-শাবাবকেনিয়াসেমি লিড