টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২

কক্সবাজারের টেকনাফে পুলিশের সাথে কথিত বন্দুকযুদ্ধে ২ ব্যক্তি নিহত হয়েছেন। পুলিশের ভাষ্য, নিহতরা মাদক ব্যবসায়ী। 

নিহতরা হলেন: হোয়াইক্যং ইউনিয়ন কান্জর পাড়ার জিয়াবুল হক প্রকাশ বাবুল (৩০) ও বাহারছড়া ইউনিয়নের শীলখালীর আজিম উল্লাহ (৪৬)।

বুধবার দিবাগত রাতে টেকনাফের হোয়াইক্যংয়ের সাতঘড়িয়া পাড়ায় এ ঘটনা ঘটে।

এ সময় ঘটনাস্থল থেকে একটি স্যুটারগান, ৫টি দেশে তৈরি অস্ত্র, ৩৬ রাউন্ড গুলি ও ৫ হাজার ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে দাবি করে পুলিশ।

পুলিশ বলছে, এই ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার (উখিয়া-টেকনাফ সার্কেল) নিহাদ আদনান তাইয়ান, উপ-পরিদর্শক সাব্বির আহমেদ, কনস্টেবল রাইসুল ইসলাম আসাদ ও কনস্টেবল আবদুস শুক্কুর আহত হয়েছেন।

বিষয়টি নিশ্চিত করে টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ বলেন, আটকের পর তাদের দেয়া তথ্যের ভিত্তিতে অভিযানে গেলে সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। পরে ঘটনাস্থল থেকে দুইজনকে আহত অবস্থায় উদ্ধার করে টেকনাফ হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে তাদের কক্সবাজার সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান: নিহত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। ময়নাতদন্তের জন্য তাদের লাশ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

টেকনাফবন্দুকযুদ্ধমাদকবিরোধী অভিযান