টেকনাফে পুলিশের সাথে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২

কক্সবাজারের টেকনাফে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে দুই জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছে ৩ পুলিশ সদস্য। মঙ্গলবার ভোরে টেকনাফের বাহারছড়া উত্তর শীলখালী পাহাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত দুজনই মাদক ব্যবসায়ী বলে দাবি পুলিশের।

নিহতরা হলেন- টেকনাফের বাহারছড়া উত্তর শিলখালী গ্রামের মোহাম্মদ আমীন (৩৭) ও সদরের মৌলভী পাড়ার হেলাল উদ্দিন (২১)।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাস জানান: প্রথমে ওই দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। পরে তাদের স্বীকারোক্তিতে ভোরে বাহারছড়া উত্তর শীলখালী পাহাড়ে মজুদ রাখা ইয়াবা ও অস্ত্র উদ্ধারে যায় পুলিশের একটি দল। এ সময় পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে তাদের অনুসারীরা। পরে পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। হামলাকারীরা পালিয়ে গেলে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় ওই দুজনকে উদ্ধার করে টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে জরুরী বিভাগের চিকিৎসক তাদের কক্সবাজার হাসপাতালে পাঠালে সেখানে তাদের মৃত্যু হয়।

ওসি জানান: ঘটনাস্থল থেকে দুটি এলজি (আগ্নেয়াস্ত্র), ৭ রাউন্ড শটগানের তাজা কার্তুজ এবং পাঁচ হাজার পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ। লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রয়েছে।

টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক টিটু চন্দ্র শীল বলেন: ‘পুলিশ গুলিবিদ্ধ দুই ব্যক্তিকে নিয়ে আসেন। তাদের একজনের শরীরে দুটি, আরেকজনের শরীরে তিনটি গুলির চিহ্ন রয়েছে এবং আহত পুলিশ সদস্যদের চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।’

এ ব্যাপারে সংশ্লিষ্ট আইনে মামলা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

টেকনাফনিহতপুলিশবন্দুকযুদ্ধ