টেকনাফে একই রাতে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ৮

কক্সবাজারের টেকনাফে পাহাড়ি এলাকায় র‍্যাব এবং বিজিবি’র সাথে ডাকাত ও ইয়াবা পাচারকারীদের পৃথক বন্দুকযুদ্ধে ৮ জন নিহত হয়েছেন।

রোববার দিবাগত রাতে এ ঘটনা ঘটে।

এরমধ্যে টেকনাফের জাদিমুরা মুনির গভীর পাহাড়ি এলাকায় র‌্যাবের সঙ্গে গুলি বিনিময় হয়। এই গোলাগুলিতে ৭ জন নিহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র‍্যাব) নিহতদের পরিচয় জানাতে পারেনি।

তবে তারা কুখ্যাত রোহিঙ্গা ডাকাত জকি গ্রুপের সদস্য বলে র‍্যাব জানিয়েছে।

কক্সবাজারের র‍্যাব- ১৫ অধিনায়ক আজিম উদ্দিন আহমেদ বলেন: রোববার রাতে র‌্যাবের একটি দল মোছনি রোহিঙ্গা ক্যাম্পে ডাকাতবিরোধী অভিযান পরিচালনা করে। এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে রোহিঙ্গা ডাকাত জকি গ্রুপের সদস্যরা র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে।

আত্মরক্ষার্থে র‌্যাব ও পাল্টা গুলি চালায়। এ সময় উভয় পক্ষের মধ্যে কয়েকঘণ্টা বন্দুকযুদ্ধ চলে। এক পর্যায়ে পরিস্থিতি শান্ত হলে র‌্যাব সদস্যরা ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে সাতজনের মরদেহ উদ্ধার করে।

অন্যদিকে কক্সবাজারের টেকনাফে বিজিবির সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে ১ ইয়াবা কারবারি নিহত হয়েছেন। রোববার রাতে এ ঘটনা ঘটে।

এসময় ঘটনাস্থল থেকে ১ লাখ ৫০ হাজার পিছ ইয়াবা ও দেশীয় একটি এলজি বন্দুক উদ্ধার করা হয় বলে জানিয়েছে টেকনাফ থানা পুলিশ।

টেকনাফবন্দুকযুদ্ধ