টি-টুয়েন্টি সিরিজে মিরপুরে শতভাগ দর্শক

পুরনো চেহারায় ফিরছে গ্যালারি

চট্টগ্রাম থেকে: শূন্য গ্যালারি থেকে সীমিত সংখ্যক দর্শক। এবার পুরো স্টেডিয়ামজুড়েই দেখা যাবে টাইগার ভক্তদের উপস্থিতি। দর্শক আসনের শতভাগ টিকেট ছাপানো হচ্ছে বাংলাদেশ-আফগানিস্তানের টি-টুয়েন্টি সিরিজের জন্য।

করোনার ভয়াবহতায় একটা বছর খেলাই ছিল না মাঠে। লকডাউনের সময়ে ক্রিকেটার থেকে সাধারণ মানুষ; সবাই ছিলেন ঘরবন্দি। পরিস্থিতি স্বাভাবিক হতে সময় লেগেছে অনেক। গ্যালারি ভরা দর্শকের চেনা ছবিটা দেখা যায়নি প্রায় দুই বছর। করোনা পরিস্থিতির সঙ্গে বিসিবিকে নিতে হয়েছে পদক্ষেপ।

ফিট থাকতে সবার আগে চিনি বাদ দিন, প্রাকৃতিক ও নিরাপদ জিরোক্যাল-এর মিষ্টি স্বাদ নিন।

মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে ৩ ও ৫ মার্চ টি-টুয়েন্টি সিরিজের ম্যাচ দুটি হবে। এই ভেন্যুতে দর্শক ধারণ ক্ষমতা ২৫ হাজার।

বিসিবি পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান তানভির আহমেদ টিটো চ্যানেল আই অনলাইনকে বলেন, ‘চট্টগ্রামে প্রথম ওয়ানডেতে ৪ হাজার দর্শক ছিল, দ্বিতীয় ওয়ানডেতে সেটি বেড়ে হয়েছে ১০ হাজার। টি-টুয়েন্টি সিরিজের মিরপুরে আমরা চিন্তা করছি গ্যালারি ফুল হাউস হবে। ওভাবেই প্রস্তুতি আমাদের এবং আসন সংখ্যা অনুযায়ীই টিকেট ছাপানো হচ্ছে।’

২০২০ সালের মার্চে করোনার প্রাদুর্ভাবের শুরুতেই মিরপুরে জিম্বাবুয়ের বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজে টিকেট বিক্রি সীমিত করে বিসিবি। তার আগ পর্যন্ত সবই ছিল স্বাভাবিক। করোনা এখনো পুরোপুরি বিদায় নেয়নি। তবে মহামারির শক্তি কমে এসেছে। সরকার থেকে বিধিনিষেধ উঠে যাওয়ায় খেলার মাঠের ‘প্রাণ’ দর্শক ফেরানো হচ্ছে শতভাগ।

সাদা বলের ক্রিকেটে রঙিন পোশাকে বাংলাদেশ মাঠে নামলেই দর্শকে ভরে উঠত গ্যালারি। ম্যাচজুড়েই চলত গর্জন। সেই দৃশ্য আবার দেখা যাবে হোম অব ক্রিকেট মিরপুর থেকেই।

টিকিটদর্শকবাংলাদেশমিরপুরলিড স্পোর্টস