টিকে থাকার লড়াইয়ে এগিয়ে উত্তরা

ব্রাদার্সের পর বিকেএসপিকে হারিয়ে ঢাকা প্রিমিয়ার লিগে টিকে থাকার লড়াইয়ে এগিয়ে গেল উত্তরা স্পোর্টিং ক্লাব।

রেলিগেশন লিগের দুটিতে জিতে ১৩ ম্যাচে উত্তরার পয়েন্ট ৮। এক ম্যাচ কম খেলা ব্রাদার্সের পয়েন্ট ৬। আর বিকেএসপির ৫।

শেষ ম্যাচে যদি ব্রাদার্স বিকেএসপিকে হারায় তাহলে তাদের পয়েন্ট হয়ে যাবে উত্তরা সমান (৮)। মুখোমুখি দেখায় দুই দলেরই একটি করে জয় থাকায় বিবেচনায় আসবে রানরেট। যারা এগিয়ে থাকবে তারাই টিকে থাকবে প্রিমিয়ার লিগে।

তিন দলের মাঝে অবনমন এড়ানোর লড়াইয়ে উত্তরার কাছে হারের ফলে অবনমন নিশ্চিত হয়ে গেছে আট বছর পর প্রিমিয়ার লিগে ওঠা বিকেএসপির। আগামী মৌসুমে তাদের খেলতে হবে প্রথম বিভাগ লিগে।

রেলিগেশন লিগের প্রথম ম্যাচে ব্রাদার্সকে ১৮৮ রানের বিশাল ব্যবধানে হারিয়ে টিকে থাকার আশা জাগায় উত্তরা। বৃহস্পতিবার রুদ্ধশ্বাস লড়াইয়ের পর বিকেএসপিকে ১ উইকেটে হারায় তারা।

ফতুল্লায় বিকেএসপির দেয়া ১৪৫ রানের লক্ষ্যে উত্তরা পৌঁছায় ৩৯.৫ ওভারে মাত্র এক উইকেট হাতে রেখে। লো-স্কোরিং ম্যাচে ভারতীয় রিক্রুট মানান শর্মা খেলেন ৫৯ বলে ৫২ রানের ইনিংস।

টস জিতে ব্যাটিংয়ে নেমে আমিনুল ইসলামের ফিফটির (৫৯) পরও ইনিংসের ২ বল আগে মাত্র ১৪৪ রানে গুটিয়ে যায় বিকেএসপি। উত্তরার পেসার আব্দুর রশিদ ৯.৪ ওভারে মাত্র ১৮ রান দিয়ে নেন ৫ উইকেট।

আগামী রোববার ফতুল্লায় রেলিগেশন লিগের শেষ ম্যাচে মুখোমুখি হবে ব্রাদার্স-বিকেএসপি

ঢাকা প্রিমিয়ার লিগ-২০১৯লিড স্পোর্টস