টাঙ্গাইলে গুঁড়িয়ে দেয়া হলো অবৈধ ইটভাটা

টাঙ্গাইলের ঘাটাইলে অবৈধ ইটভাটায় অভিযান চালিয়ে গুঁড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমান আদালত। সোমবার দুপুরে জেলার ঘাটাইল উপজেলার ধলাপাড়ায় ‘বিশাল’ নামের এক অবৈধ ইটভাটায় এ অভিযান পরিচালিত হয়।

পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যজিস্ট্রেট মাকসুদুল আলম এ অভিযান পরিচালনা করেন।

এসময় পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা ছাড়াও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ ফায়ার সার্ভিসের সদস্যরা অংশগ্রহণ করে এ অভিযানে অংশ গ্রহণ নেয়।

পরিবেশ অধিদপ্তরের টাঙ্গাইলের উপ পরিচালক মোজাহেদুল ইসলাম বলেন: টাঙ্গাইলে মোট ২৭৪টি ইটভাটা রয়েছে। এর মধ্যে ১১৮টির বৈধ কাগজপত্র রয়েছে। এছাড়া ১৩৭টি আদালতের রায় নিয়ে ইট তৈরী করছে। বাকি ১৯টি অবৈধভাবে ইট তৈরী করছে।

‘বিশাল’ ইটভাটাটি জেলা প্রশাসনের অনুমতি, পরিবেশে অধিদপ্তরের ছাড়পত্রসহ সরকারী কোন দপ্তরের অনুমতি ছাড়াই অবৈধভাবে ইট তৈরী করছে। তাই আজ এ ইটভাটাটি গুঁড়িয়ে দেয়া হলো।

অবৈধ ইটভাটাটাঙ্গাইলবিশাল