জয়েই প্রস্তুতি সারল বাংলাদেশ

ওয়েস্ট ইন্ডিজ সফরে টেস্টে সময়টা ভালো কাটেনি। রঙিন পোশাকে ঘুরে দাঁড়ানোর পালা! তিন ম্যাচের ওয়ানডে সিরিজে নামার আগে একমাত্র প্রস্তুতি ম্যাচে জয়ের আত্মবিশ্বাস সঙ্গী হচ্ছে বাংলাদেশের। বৃহস্পতিবার মাঝ রাতে শুরু আর শুক্রবার সকালে শেষ হওয়া ম্যাচে ৪ উইকেটের জয় তুলে নিয়েছে মাহমুদউল্লাহর দল।

স্যাবাইনা পার্কে মাশরাফী-সাকিবকে ছাড়াই নেমেছিল বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজ ভাইস চ্যান্সেলর্স একাদশ শুরুতে ব্যাট করে নির্ধারিত ওভারে ৯ উইকেট হারিয়ে ২২৭ রান তোলে। জবাবে ৪৩.৩ ওভারে ৬ উইকেট হারিয়ে লক্ষ্যে পা রাখে টাইগাররা।

মোসাদ্দেক-রুবেলদের দারুণ বোলিংয়ে ওয়েস্ট ইন্ডিজ একাদশ বেশিদূর এগোতে পারেনি। স্পিন-অলরাউন্ডার মোসাদ্দেক ১৪ রানে ৪ উইকেট নিয়ে সেরা। রুবেল নিয়েছেন ৪০ রানে ৩টি।

স্বাগতিকদের ওট্টেলে ৫৮ ও হজ ৪৪ রান করে সংগ্রহটা লড়াইয়ের জায়গায় নেন।

রান তাড়া করতে নেমে কোনো রান যোগ না করেই আউট হন এনামুল হক বিজয়। নাজমুল হোসেন শান্ত করে যান ৪৩ রান। অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ ১০ ও সাব্বির রহমান করেন ৪ রান করে।

পরে লিটন দাস ৭০ রানে ফিরলেও অভিজ্ঞ মুশফিকুর রহিম ৭৫ রানে অপরাজিত থেকে ম্যাচ জিতিয়েই মাঠ ছাড়েন।

আগামী ২২ জুলাই সিরিজের প্রথম ওয়ানডে। বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় ম্যাচ।

লিড স্পোর্টস