গাজীপুরে স্থগিত জেমসের কনসার্ট

স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী শুক্রবার (২৬ মার্চ)। এ উপলক্ষে গাজীপুর সিটি করপোরেশনের উদ্যোগে আয়োজিত স্বাধীনতার কনসার্টে অংশ নেয়ার কথা ছিলো দেশের জনপ্রিয় ব্যান্ড নগর বাউল ও জেমসের। কিন্তু শেষ সময়ে এসে কনসার্ট স্থগিত করলেন আয়োজকরা।

বৃহস্পতিবার মধ্যরাতে চ্যানেল আই অনলাইনকে খবরটি জানিয়েছেন জেমসের মুখপাত্র রুবাইয়াত ঠাকুর রবিন।

তিনি জানান, সারাদেশের মতো গাজীপুরেও করোনার প্রকোপ বাড়ছে। গাজীপুর আপামর জনসাধারণের স্বার্থে ২৬ মার্চ গাজীপুর রাজবাড়ী মাঠে সাংস্কৃতিক অনুষ্ঠান অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে।

রবিন জানান, এজন্য নগর বাউল ও জেমস ভাই গাজীপুরের শ্রোতা দর্শকদের কাছে দুঃখপ্রকাশ করছেন। সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলে যেকোনো সুবিধাজনক সময়ে আবারেও অনুষ্ঠানটি আয়োজনের কথাও জানান জেমসের এই মুখপাত্র।

করোনাভাইরাসের কারণে ঠিক এক বছর পর মার্চের প্রথম সপ্তাহে করপোরেট শো’র মাধ্যমে মঞ্চে ফেরেন জেমস। ১২ ও ১৭ মার্চ দুটি কনসার্টেও অংশ নেন তিনি।

বর্তমানে নগর বাউল এর লাইন আপে ভোকাল ও গিটারিস্ট হিসেবে জেমস এবং ব্যান্ডের মুখপাত্র হিসেবে রুবাইয়াৎ রবিন ঠাকুর ছাড়াও ড্রামে আছেন আহসান এলাহি ফান্টি, গিটারে সুলতান রায়হান খান, বেস গিটারে তালুকদার সাব্বির এবং কিবোর্ডে কাকন চক্রবর্তী।

কনসার্টকরোনাগাজীপুরগানজেমসনগর বাউলরবিন ঠাকুরলিড বিনোদনসংগীতসুবর্ণ জয়ন্তী