জুমলার আন্তর্জাতিক সম্মেলনে বাংলাদেশের জুমশেপার

আগামী ১৭ থেকে ১৯ নভেম্বর ইতালির রোমে অনুষ্ঠিত হবে জনপ্রিয় কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম জুমলার আন্তর্জাতিক সম্মেলন ‘জুমলা ওয়ার্ল্ড কনফারেন্স ২০১৭’। জুমলার বার্ষিক এ আয়োজনের ষষ্ঠ আসর বসছে এবার। বাংলাদেশ থেকে এবারের আসরে অংশ নিচ্ছে জুমলার টেমপ্লেট নির্মাতা প্রতিষ্ঠান জুমশেপার।

এবারের আয়োজনের অন্যতম প্রধান পৃষ্ঠপোষক হিসেবেও থাকছে প্রতিষ্ঠানটি, জানালেন জুমশেপারের প্রধান নির্বাহী কাওসার আহমেদ। তিনি জানান, এর আগেও জুমলা ওয়ার্ল্ড কনফারেন্সের পৃষ্ঠপোষকতা করেছে জুমশেপার। এছাড়া বিভিন্ন দেশে অনুষ্ঠিত জুমলার আরও একাধিক সম্মেলনের পৃষ্ঠপোষক ছিল প্রতিষ্ঠানটি।

কাওসারের মতে, বিশ্বের বিভিন্ন দেশের তথ্যপ্রযুক্তি সংশ্লিষ্টদের সামনে বাংলাদেশকে তুলে ধরার এটি একটি বড় সুযোগ।

তিনি বলেন- বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশের ওয়েব ডেভেলপার যারা জুমলা নিয়ে কাজ করেন, তাদের কাছে জুমশেপারের জনপ্রিয়তা ক্রমেই বাড়ছে। এসব সম্মেলনে অংশগ্রহণের মাধ্যমে নিজেদের পরিচিতি আরও বাড়ানো সম্ভব হচ্ছে বলেও মনে করেন কাওসার।

এবারের সম্মেলনে আগত দর্শনার্থীদের মধ্য থেকে লটারির মাধ্যমে নির্বাচিত একজনকে একটি ২১ ইঞ্চি আইম্যাক প্রদান করা হবে।

উল্লেখ্য যে, ২০১০ সালে যাত্রা শুরু করেছিল জুমলা টেম্পলেটের অনলাইন মার্কেটপ্লেস জুমশেপার। প্রতিষ্ঠার পর অল্প সময়ের মধ্যেই শীর্ষস্থানে চলে আসে প্রতিষ্ঠানটি। বর্তমানে জুমশেপারের রয়েছে শতাধিক জুমলা টেমপ্লেট।

জুমলাজুমশেপার