জিতেছি ১৯ জন, কিন্তু হারিনি কেউ: খসরু

দীর্ঘ আট বছর পর অনুষ্ঠিত হলো বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক সমিতির নির্বাচন। শনিবার দিনভর অনুষ্ঠিত ভোট প্রদান শেষে সন্ধ্যায় মিললো নির্বাচনের ফলাফল। এই নির্বাচনে সর্বোচ্চ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন প্রযোজক খোরশেদ আলম খসরু।

বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক কার্যনির্বাহী পরিষদের ২০১৯-২১ মেয়াদী নির্বাচনে ১৯ সাধারণ সদস্য পদের বিপরীতে প্রার্থী হয়েছিলেন ৪১ জন। মোট ভোটার ছিলো ১৪১ জন। নির্বাচন কমিশনার জানায়, এবার ভোট কাস্ট হয়েছে ১৩৪টি। এরমধ্যে সর্বোচ্চ ১২১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন খসরু।

খসরু ছাড়াও কার্যনির্বাহী পরিষদের বাকি ১৮ সাধারণ সদস্য নির্বাচিত হয়েছেন: সামসুল আলম, ইস্পাহানী, কামাল মোহাম্মাদ লিপু, মেহেদী হাসান সিদ্দিকী মনির, মোর্শেদ খান হিমেল, রশীদুল আমিন হলি, জাহিদ হোসেন, এ. জে. রানা, মোহাম্মদ হোসেন, ইয়ামিন হক ববি, কামাল লিপু, অপূর্ব রানা, নাদির খান, শহিদুল আলম, ইকবাল হোসেন জয়, ইলা, ড্যানি সিডাক ও আলিমুল্লাহ খোকন।

এছাড়া দুজন সহযোগি সদস্য নির্বাচিত হয়েছেন আশিকুর রহমান নাদিম ও আজিজ আহমেদ পাপ্পু।

ফল ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সর্বোচ্চ ভোট পাওয়া খসরু জানান, জিতেছি ১৯ জন, কিন্তু হারিনি কেউ। চলচ্চিত্র নির্মাণে সমস্ত কাজের প্রায়োরিটি দিবো। চলচ্চিত্র নির্মাণ হচ্ছে অনেক, কিন্তু প্রদর্শনের ব্যবস্থা নেই। এগুলোর সুবব্যস্থা করবো। সরকারের সিনেপ্লেক্স প্রকল্প এগিয়ে নিতে কাজ করবো। সিনেমা হলের দুর্নীতি রোধ করে ই-টিকিটিং ব্যবস্থা চালু করবো।

এছাড়াও চলচ্চিত্রের সকল প্রযোজক পরিবেশকসহ সমস্ত সংগঠনকে একসঙ্গে নিয়ে কাজ করে সামগ্রিকভাবে বাংলা চলচ্চিত্রের উন্নয়নে ভূমিকা রাখারও আহ্বান জানান খসরু।

খসরুনির্বাচনপ্রযোজকলিড বিনোদন