জাদুঘরে শুরু ১৫ দিনের সাহসী ভাস্কর্যের ভুবন

চিত্রকলার শিক্ষিকা ভাস্কর-শিল্পী আইভী জামানের চতুর্থ একক ভাস্কর্য ও চিত্রকলা প্রদর্শনী শুরু হচ্ছে সোমবার বিকালে। জাতীয় জাদুঘরে ১৫ দিনব্যাপী প্রদর্শনীর উদ্বোধন করবেন সংষ্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর।

বেলা ৩টায় জাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী মিলনায়তনে ‘সাহসী ভাস্কর্যের ভুবন’শীর্ষক প্রদর্শনীতে বিশেষ অতিথি থাকছেন শিল্প সমালোচক বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর, কার্টুনিস্ট-চিত্রশিল্পী র’নবী, নগরবিদ নজরুল ইসলাম, সামিট গ্রুপের চেয়ারম্যান আজিজ খান ও চিত্রশিল্পী অধ্যাপক সমরজিৎ রায় চৌধুরী।

অনুষ্ঠানে আলোচনা করবেন জাদুঘরের মহাপরিচালক ফয়জুল লতিফ চৌধুরী ও ভাস্কর হামিদুজ্জামান খান।

১৫ জুলাই পর্যন্ত প্রদর্শনী চলবে জানিয়ে ভাস্কর-শিল্পী আইভী জামান বলেন, প্রদর্শনীটি সময়কে নতুন ভাবে উপলব্ধি করাবে বলে মনে করি।

উদয়ন উচ্চ বিদ্যালয়ের সিনিয়র এই চিত্রকলা শিক্ষক বিশ্বভারতীতে ভাস্কর্য বিষয়ে উচ্চতর শিক্ষা গ্রহণ করেছেন।

জাদুঘর