জাতীয় সংসদের বাজেট অধিবেশন শুরু

একাদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শুরু হয়েছে। মঙ্গলবার বিকেল ৫টা ৬ মিনিটে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে এ অধিবেশন শুরু হয়।

এই অধিবেশনে বৃহস্পতিবার অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ২০১৯-২০২০ অর্থবছরের বাজেট উপস্থাপন করবেন। এবারের বাজেটের আকার ৫ লাখ ২৩ হাজার ১শ’ ৯০ কোটি টাকা, যা গত অর্থবছরের চেয়ে প্রায় ৫৯ হাজার কোটি টাকা বেশি।

চলতি অধিবেশনে বাজেট ছাড়াও অর্থবিলসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিল পাসের সম্ভাবনা রয়েছে।

অধিবেশন শুরুর আগে বিকেল ৪টায় স্পিকারের সভাপতিত্বে কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে অংশ নেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

২০১৯-২০২০ অর্থবছরের বাজেটএকাদশ জাতীয় সংসদসংসদ অধিবেশন