বাকশাল দিয়ে জাতীয় ঐক্যের ডাক দিয়েছিলেন জাতির পিতা: প্রধানমন্ত্রী

বাকশাল ঐক্যের প্লাটফর্ম দাবি করে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন: অর্থনীতির দ্রুত বিকাশের লক্ষ্যে দেশের সব শ্রেণির মানুষকে নিয়ে একটি জাতীয় ঐক্যের ডাক দিয়েছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এ ঐক্যের নাম বাকশাল, বাংলাদেশ কৃষক শ্রমিক লীগ।

শনিবার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় শ্রমিক লীগের ১২তম জাতীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন: স্বাধীনের পর যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশের শিল্প কারখানাগুলো নতুন করে চালু করা হয়েছিল। কৃষক শ্রমিককে দেশের অর্থনীতির মূল ভিত্তি বিবেচনা করে বাকশালের মাধ্যমে দেশের অর্থনীতির মুক্তি দ্রুত করার উদ্যোগ নেওয়া হয়েছিল।

তিনি আরও বলেন: দেশ যখন এগিয়ে যাচ্ছিল তখন ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতাকে সপরিবারে হত্যা করা হয়। আমি আমার স্বজনদের হারিয়েছিলাম, কিন্তু বাংলাদেশের মানুষ হারিয়েছিল তাদের ভবিষ্যৎ। দেশ উন্নয়নের পথ থেকে সরে যায়, মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য আওয়ামী লীগ ছাড়া আর কেউ কাজ করেনি। আমরা ক্ষমতায় এসে দেশের উন্নয়নে কাজ করছি। কৃষক-শ্রমিকের উন্নয়নে কাজ করছি।

বিশেষ অতিথির বক্তব্যে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন: ভয় করে জয় করে সকল ষড়যন্ত্রকে মোকাবেলা করে এগিয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপন ঘরে থেকে শুদ্ধি অভিযান শুরু করে যে দুঃসাধ্য সাধন দৃষ্টান্ত স্থাপন করেছেন তাঅন্য কেউ করতে পারে নাই। তার মতো এতো সাহসী নেত্রী আর নেই।

তিনি বলেন: বিশ্বের সেরা দুইজন প্রধানমন্ত্রীর একজনের নাম শেখ হাসিনা। বিশ্বের সেরা চারজন প্রধানমন্ত্রীর একজন হলেন শেখ হাসিনা। বিশ্বের ডায়নামিক, সৎ-সাহসী রাজনৈতিকের নাম শেখ হাসিনা। দক্ষ প্রসাশকের নাম শেখ হাসিনা। সৎ-সাহসী, সবচেয়ে দক্ষ্য, বিচক্ষণ ব্যক্তি ও ৭৫ পরবর্তীর সফল কুটনৈতিকের নাম শেখ হাসিনা। শেখ হাসিনা দেশের পরবর্তী জেনারেশনকে নিয়ে ভাবেন বলেই তিনি শুধু রাজনৈতিক ব্যক্তি নয় তিনি দেশের রাষ্ট্র নায়ক। গত ৪৪ বছরের বাংলাদেশ একমাত্র শ্রমিক বান্ধব সরকার হচ্ছে শেখ হাসিনার সরকার। গত ৪৪ বছরে সবচেয়ে বেশি জনপ্রিয় রাজনীতিকের নাম শেখ হাসিনা। যার উন্নয়ন অর্জনে আজ বিশ্বে সমাদৃত করে বাংলাদেশ সুনাম দ্রুত হয়েছে।

শ্রমিক লীগের নেতাদের উদ্দেশ্যে ওবায়দুল কাদের বলেন: আসুন আমরা কমিটেড হই। শেখ হাসিনা আমাদের যে চলার পথ তৈরি করে দিয়েছেন আসুন আমরা ঐক্যবদ্ধ হয়ে সে পথে এগিয়ে যাই। তিনি ভয়কে জয় করে অসম সাহস নিয়ে এগিয়ে যাচ্ছেন। তিনি বিশ্বের সেরা প্রধানমন্ত্রীদের একজন।

এর আগে সকাল ১০টা ৪০মিনিটে জাতীয় শ্রমিক লীগের ১২তম সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ওবায়দুল কাদেরবাকশালশেখ হাসিনা