জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী

জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৪তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

স্থানীয় সময় রোববার বিকেল সাড়ে ৪টার দিকে নিউইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দরে নামেন তিনি। সে সময় তাকে স্বাগত জানান যুক্তরাষ্ট্রে বাংলাদেশের কূটনীতিকরা। সোমবারই তিনি শুরু করছেন জাতিসংঘ সাধারণ পরিষদের কার্যক্রম।

বৈশ্বিক কূটনীতির বার্ষিক আয়োজন জাতিসংঘ অধিবেশনের সাধারণ বিতর্ক পর্বে অংশ নেয়া ছাড়াও বেশ কয়েকটি আলোচনায় যোগ দিতে প্রধানমন্ত্রীর এবারের সফর।

স্থানীয় সময় রোববার বিকেলে জন এফ কেনেডি বিমানবন্দরে নেমে সেখান থেকে সরাসরি তার আগামী ক’দিনের আবাসস্থল লোটে নিউইয়র্ক প্যালেস হোটেলে আসেন শেখ হাসিনা। সেখানে আগে থেকেই অবস্থান করা মন্ত্রী, প্রতিমন্ত্রী, সচিবসহ কূটনীতিকরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান। ছিলেন যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশিরাও।

এ সময় তার সঙ্গে ছিলেন প্রধানমন্ত্রীর ছোট বোন শেখ রেহানা ও কন্যা সায়মা ওয়াজেদ হোসেন পুতুল।

জাতিসংঘ অধিবেশনে বক্তৃতা করাসহ আট দিনের সফরে জলবায়ু পরিবর্তন মোকাবেলা ও এসডিজি অর্জনে বাংলাদেশের সাফল্য তুলে ধরার পাশাপাশি প্রধানমন্ত্রী রোহিঙ্গা সংকট মোকাবেলায় বৈশ্বিক সহযোগিতা চাইবেন বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষায় ‘মানব জাতির এই পার্লামেন্টে’ এবারও বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জাতিসংঘজাতিসংঘ অধিবেশনজাতিসংঘ সাধারণ অধিবেশনজাতিসংঘ সাধারণ পরিষদপ্রধানমন্ত্রী শেখ হাসিনা