মেহেরপুর ও কুষ্টিয়ায় মসুর ডাল চাষে লাভবান কৃষক

মেহেরপুর ও কুষ্টিয়ায় মসুর ডাল চাষ করে বেশ লাভবান কৃষক। মেহেরপুরে ফলন কিছুটা কম হলেও বাজারমূল্যে পুষিয়ে উঠছেন কৃষক। কুষ্টিয়ায় বারি-৬ জাতের মসুর চাষ করে ভালো লাভ পাচ্ছেন কৃষক।

মৌসুমের শুরুতে মেহেরপুরের বিভিন্ন এলাকায় পঁচারোগে আক্রান্ত হয় মসুরের ক্ষেত। মৌসুমের শেষে এসে সেই বিপর্যয় কাটিয়ে ওঠেন কৃষক। এখন মাঠে মাঠে চলছে মসুর তোলা, মাড়াই ও পরিষ্কার করে ঘরে তোলার কাজ।

এক বিঘা জমিতে তিন হাজার টাকা খরচ করে পাঁচ থেকে আট মণ মসুরের ফলন পান কৃষক। লাভ থাকে ২০ থেকে ২৫ হাজার টাকা। এবার জেলায় ১০ হাজার পাঁচশ’ ৮৫ হেক্টর জমিতে মসুর চাষ হয়েছে, জানিয়েছে কৃষি বিভাগ।

কুষ্টিয়ার মিরপুর উপজেলায় ১২শ’ ৬৫ হেক্টর জমিতে মসুর চাষ হয়েছে। এর মধ্যে ৪০ হেক্টর জমিতে চাষ হয়েছে বারি-৬ জাতের মসুর।

বারি মসুর- ৬ এর রোগ দমনে ছত্রাক-নাশকের কার্যকারিতা নিয়ে মাঠ দিবসসহ নানা কর্মসূচি হাতে নিয়েছে কৃষি বিভাগ।

কৃষক জানান, বারি- ৬ জাতের মসুরের বিঘায় ফলন আসে সাত থেকে আট মণ।

মসুর ডাললাভবান কৃষক