নেত্রকোনার গনেশ্বরী নদীতে সেতু নির্মাণের দাবি

জাহিদ হাসান,নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোনার কলমাকান্দার গনেশ্বরী নদীর উপর সেতু না থাকায় প্রায় বছরের পর বছর দুর্ভোগ পোহাচ্ছে বিশ গ্রামের মানুষ। জনপ্রতিনিধিদের কাছে তাগাদা দিয়েও কাজ না হওয়ায় এলাকার মানুষ অস্থায়ী কাঠের সেতু বানিয়ে চলাচল করছেন। স্থায়ী সেতু নির্মাণের জন্য জোর দাবি জানিয়েছেন তারা।

নেত্রকোনার কলমাকান্দার সীমান্ত এলাকার লেংগুরা, খারনৈ ও রংছাতি ইউনিয়নের উপর দিয়ে বয়ে গেছে ভারতের মেঘালয় থেকে নেমে আসা গনেশ্বরী নদী। ওই নদীতে সেতু না থাকায় স্থায়ী এক দুর্ভোগে পড়ে আছেন ২০ গ্রামের মানুষ।

এলাকাবাসীর দীর্ঘদিনের দাবির মুখেও নদীতে একটি সেতু নির্মাণের উদ্যোগ নেয়া হয়নি। তবে এলাকাবাসীর দুর্ভোগ লাঘবে এগিয়ে এসেছে গ্রামের কিছু উদ্যোগী মানুষ। নিজেদের চেষ্টায় নদীর উপর নির্মাণ করেছেন অস্থায়ী কাঠের সেতু।

প্রায় আট লাখ টাকা ব্যয়ে ৪৬০ ফুট দৈর্ঘ্যরে কাঠের সেতু দিয়ে নদী পারাপার চললেও গনেশ্বরী নদীতে সুইস গেইটসহ স্থায়ী ব্রিজ নির্মাণের জোর দাবি এলাকাবাসীর।

নেত্রকোনা