জননী বাংলার কোলে ফেরার দিন

১৯৭২ সালের ১০ জানুয়ারি, যুদ্ধ শেষে প্রায় এক মাস পর জাতীয় নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশে ফিরেন। ৮ জানুয়ারি থেকেই জাতির পিতার স্বদেশ প্রত্যাবর্তনের সংবাদ দেখা যায় পত্রিকার পাতাগুলোতে। ১৯৭২ সালের এইদিন দুপুর ১টা ৪১ মিনিটে জাতির অবিসংবাদিত নেতা ও মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সদ্য স্বাধীন বাংলাদেশের মাটিতে প্রত্যাবর্তন করেন। এর আগে ১৯৭১ সালের ২৬ মার্চের প্রথম প্রহরে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করে বঙ্গবন্ধু সর্বস্তরের জনগণকে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানানোর পর পাকিস্তানের সামরিক শাসক জেনারেল ইয়াহিয়া খানের নির্দেশে গ্রেফতার হন এবং তাকে তদানীন্তন পশ্চিম পাকিস্তানের কারাগারে নিয়ে আটক রাখা হয়। ১৬ ডিসেম্বর চূড়ান্ত বিজয় অর্জিত হলেও ১০ জানুয়ারি বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তনের মধ্য দিয়ে জাতি বিজয়ের পূর্ণ স্বাদ গ্রহণ করে।

 

চ্যানেল আইচ্যানেল আই অনলাইনজাতির পিতাস্বদেশ প্রত্যাবর্তন দিবস