জনতা ব্যাংকের নিয়োগ কার্যক্রমে নিষেধাজ্ঞা

গত ২১ এপ্রিল অনুষ্ঠিত জনতা ব্যাংকের সিনিয়র অফিসার পদে নিয়োগে লিখিত পরীক্ষার ফল প্রকাশ ও নিয়োগের প্রক্রিয়ার উপর তিন মাসের নিষেধাজ্ঞা দিয়েছেন হাইকোর্ট।

প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ এনে নিয়োগ কার্যক্রমে স্থগিত চেয়ে করা আবেদনের শুনানি নিয়ে সোমবার বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ও বিচারপতি ইকবাল কবির লিটনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুলসহ এই আদেশ দেন।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এস এম মনিরুজ্জামান।

ওই পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ উঠে। সেই পরীক্ষা চ্যালেঞ্জ করে ১৫ জন পরীক্ষার্থী নিয়োগ কার্যক্রম স্থগিত চেয়ে হাইকোর্টে গত সপ্তাহের রিট করেন। সে রিটের শুনানি নিয়ে আদালত সোমবার আদেশ দেন।

জনতা ব্যাংকনিয়োগ পরীক্ষা