জনতা ব্যাংকের নতুন চেয়ারম্যান হেদায়েত উল্লাহ আল মামুন

সাবেক সিনিয়র সচিব হেদায়েত উল্লাহ আল মামুনকে রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদে পরিচালক ও নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।

রোববার অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের কেন্দ্রীয় ব্যাংক অধিশাখার উপ-সচিব মো. রিজওয়ানুল হুদা সাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ নিয়োগ দেয়া হয়।

জানা গেছে, ব্যাংকটির চেয়ারম্যানের পদ খালি থাকায় হেদায়েত উল্লাহ আল মামুনকে মনোনয়ন দিয়ে জনতা ব্যাংকে নিয়োগ দেয়া হয়েছে। ব্যাংক কোম্পানি আইন অনুয়ায়ী তার নিয়োগের বিষয়ে বাংলাদেশ ব্যাংকের অনাপত্তি চাইবে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। বাংলাদেশ ব্যাংক অনাপত্তি দিলে হেদায়েত উল্লাহ আল মামুনের নিয়োগ চূড়ান্ত হবে।

এর আগে ২০১৬ সালের ২৯ ডিসেম্বর হেদায়েত উল্লাহ আল মামুন অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগে সিনিয়র সচিব হিসেবে যোগদান করেন। পরে ২০১৭ সালের ৪ অক্টোবর অবসরে যান তিনি। তিনি সিনিয়র সচিব হিসেবে বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্বও পালন করেন।

জনতা ব্যাংক