জনগণের পকেট কেটে নিত্যপণ্যের দাম বাড়াচ্ছে সরকার: মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার জনগণের পকেট কেটে বিদ্যুৎ, পানি, গ্যাসসহ নিত্যপণ্যের দাম বাড়াচ্ছে।

মঙ্গলবার গ্যাসসহ নিত্যপণ্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে বিএনপির এক মানববন্ধনে এ কথা বলেন তিনি।

নিম্নবিত্ত মানুষ অসহায় উল্লেখ করে তিনি বলেন: জনগণের ভোটে নির্বাচিত না হওয়ায় তাদের দুর্দশা বোঝার ক্ষমতা সরকারের নেই।

সেসময় কারাবন্দী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার কথা তুলে ধরে মির্জা ফখরুল বলেন: দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মেডিক্যাল রিপোর্টকে প্রভাবিত করা হয়েছে। তার সত্যিকারের শারীরিক অবস্থার রিপোর্ট না দিতে মেডিক্যাল কর্তৃপক্ষকে বাধ্য করেছে সরকার।

ফখরুলবিএনপিমির্জা ফখরুল