ছবিতে ফাইনালের আগে বাংলাদেশ

আফগানিস্তানের বিপক্ষে ফাইনালের মহড়ায় জয় এসেছে। তাই বলে সফরকারীদের মোটেও হালকাভাবে নেয়ার সুযোগ নেই। টি-টুয়েন্টি সংস্করণে আফগানদের চেয়ে কিছুটা পিছিয়েই বাংলাদেশ। মঙ্গলবার সন্ধ্যায় শের-ই-বাংলা স্টেডিয়ামে ত্রিদেশীয় টি-টুয়েন্টি সিরিজে শিরোপার লড়াই। ফাইনালের চাপ না নিয়ে সোমবার অনুশীলনে বাংলাদেশের ক্রিকেটারদের দেখা গেছে ফুরফুরে মেজাজে। বিসিবির প্রতিনিধি রতন গোমেজ তার ক্যামেরায় ধরেছেন সেই চিত্র।

 

বাংলাদেশের হেড কোচ ডমিঙ্গোর মুখে হাসি লেগেই থাকে সবসময়। ফাইনালের আগেও হাসিমাখা মুখ তার। অধিনায়ক সাকিবকে নিয়ে যাচ্ছেন ম্যাচের উইকেট দেখতে।

 

হোয়াইট বোর্ডে লেখা আছে কে কোন নেটে কতক্ষণ ব্যাটিং করবে। সাব্বির-মোসাদ্দেক-আফিফের চোখ সে দিকেই।

 

ক্যাচিং অনুশীলনে লিটন-মোস্তাফিজ

 

টি-টুয়েন্টি মানেই রানের খেলা। কীভাবে রান করতে হবে মাহমুদউল্লাহকে সেটিই দেখিয়ে দিচ্ছেন ব্যাটিং কোচ ম্যাকেঞ্জি।

 

বল হাতে সময়টা ভাল যাচ্ছে সাইফউদ্দিনের। নিয়মিত পাচ্ছেন উইকেট। স্ট্রেচিং করার সময় প্রাণখোলা হাসিতে সুসময়ের ছায়া।

 

ফাইনাল খেলা হচ্ছে না। তাতে কী! ভবিষ্যতের জন্য তো প্রস্তুত রাখতে হবে। সম্ভাবনা জাগানো এই অলরাউন্ডার জাতীয় দলে এসে পাচ্ছেন পরম যত্ন। চোটাক্রান্ত হাতে ফিজিও লাগিয়ে দিচ্ছেন নতুন টেপ।

 

আফিফের হাতে এমনিতেই প্রচুর শটস। ফাইনালের আগে রিভার্স সুইপও চেষ্টা করছেন নেটে।

ছবি: রতন গোমেজ

অনুশীলনে বাংলাদেশআফগানিস্তানবাংলাদেশ ক্রিকেট দলসাকিব আল হাসান