চ্যানেল আইয়ের চাঁদপুর প্রতিনিধি ইকরাম চৌধুরীর মৃত্যু

চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি ও চ্যানেল আইয়ের স্টাফ রিপোর্টার ইকরাম চৌধুরী মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শনিবার ভোর ৪টায় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি।

ইকরাম চৌধুরী ‘দৈনিক চাঁদপুর দর্পন’ এর সম্পাদক ও প্রকাশক ছিলেন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৭ বছর। তিনি দীর্ঘদিন যাবৎ কিডনি ও ডায়াবেটিসসহ বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন।

ইকরাম চৌধুরী স্ত্রী, ১ ছেলে ও ১ মেয়ে রেখে গেছেন।

তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

ইকরাম চৌধুরীর মৃত্যুতে গভীর শোকাহত চ্যানেল আই পরিবার। শোক বিবৃতিতে চ্যানেল আই পরিচালনা পর্ষদ তাঁর আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছে।

চ্যানেল আই’র পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ বলেছেন, চ্যানেল আই শুরু থেকে সাংবাদিকতাকে শুধু শহরে সীমাবদ্ধ না রেখে গ্রামের প্রান্তিক মানুষ ও কৃষি অর্থনীতিকে তুলে ধরার যে সাংবাদিকতা শুরু করেছিল, সেই নতুন ধরনের সাংবাদিকতার অন্যতম সহযোদ্ধা ছিলেন ইকরাম চৌধুরী। তাঁর মৃত্যু চ্যানেল আই পরিবারের পাশাপাশি সেই মানুষদের জন্যও এক বিশাল ক্ষতি।

চ্যানেল আই’র প্রধান বার্তা সম্পাদক ও চ্যানেল আই অনলাইনের সম্পাদক জাহিদ নেওয়াজ খান বলেন, ইকরাম চৌধুরীর মৃতুতে আমরা শুধু একজন অসাধারণ সহকর্মীই হারাইনি, একজন স্বজন হারানোর বেদনা অনুভব করছি। তাঁর মৃত্যুতে চ্যানেল আই যেমন একজন পরিশ্রমী এবং বহুমুখি মেধার অধিকারী এক সৃষ্টিশীল রিপোর্টারকে হারিয়েছে, তেমনি চাঁদপুরবাসী হারিয়েছে তাদের হয়ে কথা বলার এক বলিষ্ঠ কণ্ঠস্বরকে।

তিনি বলেন, তাঁর অকালমৃত্যু চ্যানেল আই পরিবার এবং চাঁদপুরবাসীর জন্য এক অপূরণীয় ক্ষতি।

ইকরাম চৌধুরীচাঁদপুরচ্যানেল আই