চেলসি জিতে ফিরলেও হেরেছে আর্সেনাল

দুঃসময়ের আবর্তে থাকা চেলসি ইউরোপা লিগের রাউন্ড ৩২-এর প্রথম লেগে মালমোয়ের মাঠ থেকে ২-১ গোলে জিতে ফিরেছে। তবে বাতে বরিসভের মাঠে ১-০তে হেরে হোঁচট খেয়েছে আরেক ইংলিশ জায়ান্ট আর্সেনাল।

বৃহস্পতিবার রাতে ম্যাচের ৩০ মিনিটে রস বার্কলের গোলে খাতা খোলে চেলসি। ৫৮ মিনিটে অলিভার জিরুদ ব্যবধান দ্বিগুণ করেন। শেষদিকে ৮০ মিনিটে অ্যান্ডার্স ক্রিস্টিয়ানসেন মালমোয়ের হয়ে একটি গোল শোধ করে দিলেও ফলাফলে প্রভাব ফেলতে পারেনি সেটি।

আর্সেনাল সেখানে বরিসভের মাঠে গোলের খাতাই খুলতে পারেনি। প্রথমার্ধের শেষ সময়ে স্ট্যানিস্ল্যাভ ড্রাগুনের গোলে পিছিয়ে পড়ে গানাররা। পরের অর্ধে গোল শোধ তো করতে পারেইনি, উল্টো ৮৫ মিনিটে অ্যালেক্সান্দার ল্যাকাজেত্তে সরাসরি লাগকার্ড দেখে মাঠ ছাড়েন। ফিরতি লেগে খেলা হবে না একাদশের এ অন্যতম সদস্যের।

রাতের অন্য গুরুত্বপূর্ণ ম্যাচে গ্যালাতাসারাইকে ২-১এ হারিয়েছে বেনফিকা, লাসিওর মাঠ থেকে ১-০তে জিতে ফিরেছে সেভিয়া, রেপিডকে ১-০ ব্যবধানে হারিয়েছে ইন্টার, সেল্টিকের মাঠে ভ্যালেন্সিয়ার জয় ২-০ গোলের, জুরিখকে ৩-১এ হারিয়েছে নাপোলি, আর স্পোর্টিং সিপির মাঠে ভিয়ারিয়ালের জয় ১-০ গোলের।

আর্সেনালইউরোপা লিগচেলসিলিড স্পোর্টস