চীনে করোনায় মোট আক্রান্ত ৯০ কোটি

করোনাভাইরাস সংক্রমণ শুরুর পর থেকে এ বছরের ১১ জানুয়ারি পর্যন্ত চীনে মোট আক্রান্তের সংখ্যা ৯০ কোটি ছাড়িয়েছে। পিকিং বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে।

গবেষণা প্রতিবেদনে জানা গেছে, এখন পর্যন্ত চীনের মোট জনসংখ্যার ৬৪ শতাংশ মানুষ আক্রান্ত হওয়ার কথা বলা হয়েছে। গ্রামীণ জনপদে সংক্রমণ বেড়ে যাওয়ার তথ্যও উঠে এসেছে। সবচেয়ে বেশি সংক্রমণের হার চীনের গানসুতে। এই প্রদেশের মোট জনগোষ্ঠীর ৯১ শতাংশই করোনায় আক্রান্ত হয়েছে বলছে পিকিং বিশ্ববিদ্যালয়। এছাড়া সংক্রমণের হারে এরপরেই আছে ইয়ুনান ৮৪ শতাংশ এবং কিংঘাই ৮০ শতাংশ।

চীনা নববর্ষের সময় গ্রামীণ এলাকাগুলোতে করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাবে বলে আগেই সতর্ক করেছিলেন সংক্রমণ বিশেষজ্ঞরা।

করোনাকরোনাভাইরাস