চিতলমারীতে পাউবোর কোটি টাকার সম্পত্তি দখলের অভিযোগ

বাগেরহাট জেলার চিতলমারীতে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) ‘পজিশন’ বিক্রি করছে একটি চক্র। এতে সরকারের কোটি টাকার সম্পত্তি বেহাত হয়ে যাচ্ছে।

অভিযোগ পাওয়ার পর নড়েচড়ে বসেছে বাগেরহাট পানি উন্নয়ন বোর্ড। কর্মকর্তারা জানিয়েছেন, শুধু ডুমুরিয়া বাজারেই ৩১ টি অবৈধ স্থাপনা চিহ্নিত করা হয়েছে।

অবৈধ দখলের চিত্র চিতলমারী সদর বাজার থেকে পাটরপাড়া, রায়গ্রাম ও  ডুমুরিয়া বাজার হয়ে গোদাড়া গেট এলাকা পর্যন্ত প্রায় ২৫ কিলোমিটার এলাকা জুড়ে। যার মধ্যে ডুমুরিয়া বাজার এলাকাতেই প্রতারক চক্র বেশি সক্রিয়।

ইতিমধ্যে দখল হওয়া ঘটনাস্থল তদন্ত করেছে বাগেরহাট পাউবোর কর্মকর্তারা। সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার মোঃ হুমায়ুন কবির ও ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট শেখ ফরিদ হাসান স্থানীয় সাংবাদিকদের জানান, পানি উন্নয়ন বোর্ডের জায়গায় দখলকারী ৩১টি স্থাপনা চিহ্নিত করা হয়েছে। এদের মধ্যে ‘পজিশন’ বিক্রয়কারীরা হলেন অনুপ বাড়ৈ, দেবাশিষ বাড়ৈ, বিপ্লব বাড়ৈ, ঝন্টু সরদার। ক্রয়কারীদের মধ্যে আছেন রেজাউল শেখ, জয়ন্ত মণ্ডল, উজ্জ্বল রায়, অসিত কুমার, সনজিত মণ্ডল (সন), বিজয় মণ্ডল ও জগদীশ মণ্ডল। পানি উন্নয়ন বোর্ডের জায়গা দখলকারীরা হলেন পশ্চিমপাশ থেকে রুবেল খান, কিসমত শেখ, ইউসুফ শেখ, আজগর শেখ, আফতাব শেখ, কহর শেখ, ভীম বাড়ৈ, সমীর মণ্ডল, সুকুমার রানা, বিশ্ব মণ্ডল, হরে কৃষ্ণ, সুবল চৌধুরী ও প্রভাষ বাড়ৈ।

বাগেরহাট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ জহিরুল ইসলাম সোমবার দুপুরে মুঠোফোনে জানান, পানি উন্নয়ন বোর্ডের জায়গা দখলকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চিতলমারীর ডুমুরিয়া বাজারে কর্মকর্তাদের পাঠানো হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

বাগেরহাট