চার বছরেও কাটেনি খিলগাঁও নন্দীপাড়ার পানি সংকট

প্রায় চার বছর ধরে পানি সংকটে অাছেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার বাসিন্দারা। এরই মধ্যে ওয়াসার পানির লাইন সংস্কার কাজ থমকে যাওয়ায় নতুন করে দুর্ভোগ বেড়েছে।

মাঝেমধ্যে পানি পাওয়া গেলেও তাতে থাকে বালু আর দুর্গন্ধ। তা পান করে অনেকেই ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছেন।

খিলগাঁওয়ের দক্ষিণগাঁও ইউনিয়নের নন্দীপাড়া ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতায় এসেছে প্রায় বছর খানেক আগে। গেলো রোজার পর পানি সংকট সমাধানে এ এলাকায় নতুন পাইপ বসানোর কাজ শুরু হয়।

কিন্তু এক বছরেও সেই কাজ শেষ হয়নি। এ কারণে সমস্যা তো কমেইনি বরং যানজট বাসিন্দাদের দুর্ভোগ বাড়িয়েছে।

দিনে দুয়েকবার পানি পাওয়া গেলেও সেই পানিতে বালু আর দুর্গন্ধ। একমাত্র ভরসা পানির পাম্প, সেখানেও দুর্গতি। বাসাবাড়ির রিজার্ভ ট্যাংকিতেও নোংরা পানি ও স্যাঁতস্যাঁতে পরিবেশ।

এসব বিষয় নিয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান। তবে জানিয়েছেন, মাস খানেকের মধ্যে নতুন পানির লাইনের সংস্কার কাজ শেষ হবে।

আরও দেখুন শাকের আদনানের ভিডিও রিপোর্টে: