চারে ব্যাট করতে আপত্তি নেই সাকিবের

বিশ্বকাপে তিনে ব্যাট করে দুর্দান্ত সফল সাকিব আল হাসানকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে খেলতে হবে চার নম্বরে। টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্তকে ইতিবাচকভাবেই নিয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার। নতুন অধিনায়ক তামিম ইকবাল জানিয়েছেন, এই পজিশনে খেলতে আপত্তি নেই সাকিবের।

‘আমরা যখন ক্যাম্প শুরু করি, বার্তাটা তার(সাকিব) প্রতি খুব স্পষ্ট ছিল। ব্যক্তিগতভাবেও তার সাথে কথা বলেছি। এতে তার কোনো সমস্যা নেই, সে বুঝেছে। সে লম্বা সময় পর এসেছে, তাকে মানিয়ে নেয়ার সময় দিতে হবে।’

ফিট থাকতে সবার আগে চিনি বাদ দিন, প্রাকৃতিক ও নিরাপদ জিরোক্যাল-এর মিষ্টি স্বাদ নিন।

‘আমরা সবাই জানি তিন নম্বরে সে কত ভালো করেছে। পরিসংখ্যানই তার পক্ষে সাক্ষ্য দেয়। আমরা এটা সম্পর্কে সচেতন আছি। ওর সাথে ব্যক্তিগতভাবে কথা বলেছি। চার নম্বরে ব্যাট করতে সে খুশি। তাকে এটাও বলেছি, যদি কখনো তিন নম্বরে ফিরে যেতে চায় যেন আমার সাথে কথা বলে। সে এটা নিয়ে পুরোপুরি ঠিক আছে।’

১০ মাসের করোনা বিরতি কাটিয়ে বুধবার আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে টিম টাইগার্স। দলের হেড কোচ রাসেল ডমিঙ্গো সোমবার সংবাদমাধ্যমকে জানান, সিরিজে সাকিবকে চার নম্বরে বিবেচনা করা হচ্ছে। তরুণ বাঁহাতি নাজমুল হোসেন শান্তকে ভাবা হচ্ছে তিনের জন্যে।

বিশ্বকাপে পছন্দের পজিশন তিনে নেমে অবিশ্বাস্য পারফরম্যান্স করেছিলেন সাকিব। ৮ ইনিংসে বাঁহাতির উইলো থেকে এসেছিল ৬০৬ রান।

একবছরের নিষেধাজ্ঞাসহ দীর্ঘ বিরতির পর নভেম্বরে বঙ্গবন্ধু টি-টুয়েন্টি কাপ দিয়ে ক্রিকেটে ফেরা সাকিব তিনে ব্যাট করে সুবিধা করতে পারেননি। ওপেনিংসহ নানা জায়গায় ব্যাটিং করে মানিয়ে নিতে পারেননি। ৯ ইনিংসে করেছেন মোটে ১১০ রান।

অন্যদিকে শান্ত ৮ ইনিংসে করেছেন ৩০১ রান। ২০২৩ বিশ্বকাপ সামনে রেখে তরুণদের তৈরি করার মিশনে এ বাঁহাতিকে তিনে দেখতে চান কোচ। আর সাকিব-মুশফিক-মাহমুদউল্লাহর মতো অভিজ্ঞদের খেলাতে চান যথাক্রমে চার-পাঁচ-ছয় নম্বর পজিশনে।

টাইগার ক্রিকেটডমিঙ্গোতামিমবাংলাদেশ ক্রিকেটবাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজলিড স্পোর্টসসাকিব