চাঁপাইনবাবগঞ্জে জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রাখা বাড়িমুখী সোয়াট

আশরাফুল ইসলাম রঞ্জু, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:  চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের মোবারকপুর ইউনিয়নের শিবনগর এলাকার জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রাখা বাড়িটির উদ্দেশ্যে ঢাকা থেকে অভিযানকারী দল সোয়াট রওয়ানা হয়েছে। সোয়াটের দলটি ঘটনাস্থলে পৌঁছলে অভিযান পরিচালনা করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এখন বাড়িটিকে বাড়িটিকে ঘিরে রেখেছে কাউন্টার টেরিজম ইউনিট ও পুলিশ। বুধবার দুপুরে ওই বাড়িটি ঘিরে ২ শতাধিক পুলিশ মোতায়েন করা হয়েছে। সকাল থেকেই থেমে থেমে বাড়ির ভেতর থেকে গুলি ছোড়া হচ্ছে। এসময় পুলিশও পাল্টা গুলি ছোড়ে।

অভিযানে নেতৃত্ব দিচ্ছেন কাউন্টার টেরিজম ইউনিটের সহকারী কমিশনার মোঃ তৌহিদুল ইসলাম। তবে ওই বাড়িতে কী পরিমাণ বিস্ফোরক বা গোলাবারুদ আছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।

গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাতব্যাপি অভিযান চালিয়ে বুধবার ভোর ৫টার দিকে শিবনগর গ্রামের জেন্টু বিশ্বাসের বাড়িতে জঙ্গিদের অবস্থানের খবর পেয়ে বাড়িটি ঘিরে ফেলা হয় বলে জানান জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব আলম খান জানান। ওই বাড়িতে জঙ্গি রফিকুল আলম আবু (৩০), তার স্ত্রী ও ২ সন্তান নিয়ে বসবাস করছে বলে ধারণা পুলিশের।

আবু শিবগঞ্জ উপজেলারই চাতরা গ্রামের দিনমজুর আফসার আলীর ছেলে। সে চাতরা মাদ্রাসায় পড়াশোনা করে।

এর আগে কানসাট ইউনিয়নের আব্বাস বাজার এলাকার ৩টি বাড়িতেও অভিযান চালানো হয়। ওই তিনটি বাড়ি আবুর শ্বশুর বাড়ি। তবে সেখানে অভিযান চালিয়ে কোন কিছুর সন্ধান পায়নি আইনশৃঙ্খলা বাহিনী।

নিরাপত্তার জন্য এলাকার ত্রীমোহনী ও শিবনগর গ্রামে ১৪৪ ধারা জারি করেছে শিবগঞ্জ উপজেলা প্রশাসন। নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে এলাকার নারী পুরুষদের।