গ্লোব সকারের একুশ শতকের সেরা রোনালদো, কোচ গার্দিওলা

বর্ষসেরা লেভান্ডোভস্কি, শতক সেরা ক্লাব রিয়াল মাদ্রিদ

বার্সেলোনার আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসিকে টপকে গ্লোব সকারের একুশ শতকের সেরা ফুটবলারের অ্যাওয়ার্ড হাতে তুলেছেন জুভেন্টাসের পর্তুগিজ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদো।

রোববার রাতে দুবাইয়ে গ্লোব সকার তাদের শতক সেরা পুরস্কার ঘোষণা করে। তাতে বর্ষসেরার খেতাব জিতেছেন কদিন আগে ফিফা বেস্ট প্লেয়ার হওয়া বায়ার্ন মিউনিখের পোলিশ তারকা রবার্ট লেভান্ডোভস্কি।

ফিট থাকতে সবার আগে চিনি বাদ দিন, প্রাকৃতিক ও নিরাপদ জিরোক্যাল-এর মিষ্টি স্বাদ নিন।

শতক সেরা কোচ নির্বাচিত হয়েছেন বার্সেলোনা-বায়ার্নের সাবেক ও বর্তমানে ম্যানচেস্টার সিটির কোচ স্প্যানিশ পেপ গার্দিওলা। শতকের সেরা ক্লাবের খেতাব এসেছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের ঝুলিতে।

গ্লোব সকার ২০১০ সাল থেকে বর্ষসেরা ফুটবলারের পুরস্কার দিয়ে আসছে। তাতে গতবছর টানা চতুর্থ আর মোট ছয়বারের মতো খেতাব হাতে তুলেছিলেন ৩৫ বছর বয়সী রোনালদো। পর্তুগিজ মহাতারকা এবার পেলেন আরও বড় সম্মাননা। ২০০১ থেকে ২০২০ সাল সময়কার ফুটবলারদের মধ্যে তাকে সেরা হিসেবে বেছে নিয়েছে গ্লোব।

যে সময়ের মধ্যে টানা তিনবারসহ পাঁচ চ্যাম্পিয়ন্স লিগ, ম্যানইউতে তিনবার ইংলিশ প্রিমিয়ার লিগ, রিয়াল মাদ্রিদের দুটি লা লিগাসহ কোপা ডেল রে ও উয়েফা সুপার কাপ, জুভেন্টাসে দুটি সিরি আ, পর্তুগাল জার্সিতে ইউরো ও উয়েফা নেশনস লিগ ট্রফি জিতেছেন রোনালদো।

অন্যদিকে, লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোকে টপকে ২০২০ সালের জন্য গ্লোবের বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন ৩২ বছর বয়সী লেভান্ডোভস্কি।

গার্দিওলারিয়াল মাদ্রিদরোনালদোলিড স্পোর্টসলেভান্ডোভস্কি