গ্যাসের চুলার আগুনে দগ্ধ একই পরিবারের ৯ জন

নারায়ণগঞ্জের ফতুল্লায় গ্যাসের চুলার লাইন থেকে আগুন লেগে নারী ও শিশুসহ ৯ জন দগ্ধ হয়েছে।

আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক।

ফতুল্লার কতোয়ালেরবাগে একটি চারতলা ভবনের তৃতীয় তলায় চুলার গ্যাস পাইপ লাইনের ছিদ্র থেকে বুধবার ভোরে এ আগুনের ঘটনা ঘটে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

আগুনে দগ্ধ হয়েছেন শ্রীনাথ চন্দ্র বর্মণ (৪০), তার মা ছায়া রানী (৬০), স্ত্রী অর্চনা রানী (৩৫), মেয়ে অনামিকা (১৫), ছেলে অর্পিত (৯), বোন সুমিত্রা রানী (২৭), বোনজামাই নারায়ণ চন্দ্র বর্মণ (৪০) এবং ভাতিজা প্রমিত (১৪) ও শাওন (১০)।

শ্রীনাথ চন্দ্র জানান, বুধবার ভোরে বাসার সবাই দরজা-জানালা বন্ধ করে ঘুমিয়ে ছিলেন। ভোরে উঠেই তারা বাসায় আগুন দেখতে পান। ঘুমন্ত অবস্থায়ই তাদের ঘরে আগুন লেগে গিয়েছিল।

পরে তাদের চিৎকার শুনে প্রতিবেশীরা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, তিনজনের অবস্থা বেশি গুরুতর হলেও দগ্ধ কেউই আশঙ্কামুক্ত নয়। বদ্ধ ঘরে আগুন লাগার কারণে শ্বাসনালিতে আগুন ঢুকে তাদের শ্বাসনালি পুড়ে গেছে।

আগুননারায়ণগঞ্জলিড নিউজ