গৌড়ের রত্ন সোনা মসজিদ

বাংলাদেশের মুসলিম স্থাপত্যের অন্যতম প্রাচীন মসজিদ। চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানায় অবস্থিত। সুলতান আলাউদ্দীন শাহ এর শাসনামলে ওয়ালি মোহাম্মদ নামে এক ব্যক্তি এই মসজিদ নির্মাণ করেছিলেন। মসজিদটি আনুমানিক ১৪৯৩-১৫১৯ খ্রিষ্টাব্দের মধ্যে নির্মিত। মসজিদটি উত্তর-দক্ষিণে ৮২ ফুট লম্বা ও পূর্ব-পশ্চিমে ৫২.৫ ফুট চওড়া এবং উচ্চতা ২০ ফুট। অভ্যন্তরের ৮টি স্তম্ভ ও চারপাশের দেয়ালের উপর তৈরি করা হয়েছে মোট ১৫টি গম্বুজ। মসজিদটিকে বলা হতো ‘গৌড়ের রত্ন’। এর বাইরে সোনালি রঙ এর আস্তরণ থাকায় সূর্যের আলো পড়লে সোনার মতো ঝলমল দেখাতো সেই থেকে স্থানীয়রা মসজিদটির নাম দেন সোনা মসজিদ। মসজিদটির আঙিনায় সমাহিত করা হয়েছে মুক্তিযুদ্ধের সময় পাকবাহিনীর হাতে শহীদ হওয়া বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরকে।

চাপাইনবাবগঞ্জচ্যানেল আইচ্যানেল আই অনলাইনশিবগঞ্জ