গোয়েন্দা পুলিশের সাথে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

মেহেরপুরে গোয়েন্দা পুলিশের সাথে কথিত বন্দুকযুদ্ধে এনামুল হক এনা (৪২) নামের এক ব্যক্তি নিহত হয়েছে।

সদর উপজেলার নিশ্চিন্তপুর বটতলা মোড়ে সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

নিহত এনামুল হক সদর উপজেলার শ্যামপুর গ্রামের মৃত তোয়াজ আলীর ছেলে।

ঘটনাস্থল থেকে একটি ওয়ান শুটারগান ও ৬৩ বোতল ফেন্সিডিল উদ্ধারের দাবি করেছে পুলিশ।

বন্দুকযুদ্ধে গোয়েন্দা পুলিশের তিন সদস্যও আহত হয় বলে জানিয়েছে পুলিশ।

গোয়েন্দা পুলিশের ওসি ওবাইদুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে তিনি জানতে পারেন বটতলা মোড়ে একদল মাদক ব্যাবসায়ী অবস্থান করছে। পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছালে মাদক ব্যাবসায়ীরা তাদের লক্ষ করে গুলি ছুড়তে থাকে।

‘‘এক পর্যায়ে ডিবি পুলিশও আত্মরক্ষার্থে গুলি ছোড়ে। দু’পক্ষের মধ্যে ১০ মিনিট ধরে গোলাগুলি চলে। পরে এলাকার চিহ্নিত মাদক ব্যাবসায়ী ও সন্ত্রাসী এনামুল হক এনাকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়।’’

সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত এনার লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

তার বিরুদ্ধে হত্যাসহ ৮টি মামলা রয়েছে বলে পুলিশের দাবি।

ডিবি পুলিশবন্দুকযুদ্ধমেহেরপুর