‘গোলাপি’ হয়ে গেছে কলকাতার মিষ্টিও

ইডেনে দিবা-রাত্রির টেস্টকে ঘিরে কলকাতায় সাজ সাজ রব। বাংলাদেশ-ভারতের প্রথম গোলাপি বলের টেস্টকে ঘিরে গোলাপি সাজে সেজেছে পুরো কলকাতা শহরই। বাদ যাচ্ছে না খাবারের দোকানগুলোও।

শুক্রবার থেকে শুরু হতে যাওয়া টেস্টের জন্য গোলাপি রঙের মিষ্টি পর্যন্ত তৈরি করা হয়েছে। দোকানগুলোতে এমন মিষ্টি দেখে রীতিমত অবাক বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলিও।

ফিট থাকতে সবার আগে চিনি বাদ দিন, প্রাকৃতিক ও নিরাপদ জিরোক্যাল-এর মিষ্টি স্বাদ নিন।

‘কলকাতার মিষ্টিও গোলাপি হয়ে গেছে’ -গোলাপি রঙের সন্দেশের ছবি দিয়ে নিজের টুইটার অ্যাকাউন্টে এমন পোস্ট দিয়েছেন সৌরভ গাঙ্গুলি। দিবা-রাত্রির টেস্টে ভারতের অভিষেক উপলক্ষে বিশেষভাবে তৈরি গোলাপি মিষ্টির আরও একটি ছবি দিয়েছেন দেশটির সাবেক অধিনায়ক।

শুধু মিষ্টিই নয়, শহরের প্রধান প্রধান স্থাপনাগুলোও এখন গোলাপি। ভবনগুলোর কিছু ছবি টুইটারে পোস্ট দিয়েছেন সৌরভ। একটি ভিডিও শেয়ার করেছেন যাতে দেখা যাচ্ছে কলকাতার উচ্চতম বহুতল ভবনেও গোলাপির ছোঁয়া।

এদিকে ইডেন টেস্টকে নিয়ে মানুষের আগ্রহের পারদ তুঙ্গে। ম্যাচের টিকিট না পেয়ে বেড়েছে হাহাকার। চড়া দামে চলছে কালোবাজারে টিকিট বিক্রি। কালোবাজারে টিকিট বিক্রির জন্য ৬ জনকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ।

ইডেনের দিবা-রাত্রির টেস্টবাংলাদেশ -ভারত সিরিজবাংলাদেশ দলের ভারত সফরলিড স্পোর্টস