গানে প্রেমে নজরুল

বিদ্রোহী কবি হিসেবে যার পরিচিতি। শোষণ আর বৈষম্যের বিরুদ্ধে যিনি লেখায় গর্জে উঠেছেন বারবার। তিনি কবি নজরুল ইসলাম। গদ্যে পদ্যে তিনি সমান প্রভাশালী। যুগে যুগে তিনি সাহস যুগিয়েছেন মানবতার প্রতিষ্ঠায়। সাম্যের গান গেয়েছেন সৃষ্টিশীলতার মধ্য দিয়ে।

বলা হয়, নজরুলের কবিতা শোষক শ্রেণির কাছে ছিলো রীতিমত গোলা বারুদের চেয়ে শক্তিশালী আর ভয়াবহ। অথচ নজরুল শুধু শোষণ, বৈষম্যর কথাই বলেননি, সমানভাবে প্রেমের কথাও বলেছেন। বিশেষ করে তার গানগুলোতে। নজরুল জন্ম জয়ন্তীতে ‘ইমপ্রেস অডিও ভিশন’-এর কল্যাণে এখানে শুনে ও দেখে নিতে পারেন তার কিছু নির্বাচিত গান:


কেমনে রাখি আঁখি বারি চাপিয়া:

মোর না মিটিতে আশা:


নয়ন ভলা জল গো তোমার:


ভোরের হাওয়ায়:

কে নিবি ফুল:

কবি নজরুলগাননজরুল ইসলামনজরুল জয়ন্তীনজরুল সংগীতলিড বিনোদন