গাজীপুরে ‘বন্দুকযুদ্ধে’ কথিত সন্ত্রাসী নিহত

গাজীপুরে পুলিশের হাতে আটক হওয়ার পর গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন রাজধানীর বাড্ডা শিমুলতলা এলাকার ‘সন্ত্রাসী’ যুবলীগ নেতা সাইদুল ইসলাম। পুলিশের বক্তব্য, অস্ত্র উদ্ধার করতে গিয়ে তার সহযোগীদের ছোড়া গুলিতে তার মৃত্যু হয়েছে। ওই সময় দুই পুলিশ কনস্টেবলও আহত হয়।

নিহতের স্বজনদের দাবি, ডিবি পুলিশের গুলিতে সে মারা গেছে।

বৃহস্পতিবার দিবাগত রাতে গাজীপুরের সিটি কর্পোরেশনের দক্ষিণ সালনা এলাকায় এ গোলাগুলির ঘটনা ঘটে বলে জানায় পুলিশ। এতে আহত সাইদুল ইসলামকে হাসপাতালে নেওয়ার পর মৃত্যু হয়।

নিহতের মরদেহ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

গাজীপুর পুলিশ সুপার মোহাম্মেদ হারুন অর রশীদ জানান, বৃহস্পতিবার রাতে গাজীপুর থানায় ২টি ও বাড্ডা থানার ৫টি মামলার আসামী সাইদুলকে গ্রেফতার করে ডিবি পুলিশ। এরপর তাকে নিয়ে অস্ত্র উদ্ধারের জন্য রাত পৌনে বারোটার দিকে গাজীপুর মহানগরীর দক্ষিণ সালনা এলাকায় গিয়ে একটি পিস্তল ও ২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

এসময় ওঁৎ পেতে থাকা তার সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। সেসময় গুলিবিদ্ধ হয় সাইদুর। আহত হন দুই পুলিশ সদস্য ইয়াসিন (৩০) ও উজ্জ্বল (৩১)। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা সাইদুলকে মৃত ঘোষণা করেন।

ট্রিপল মার্ডারবন্দুকযুদ্ধ