গাইবান্ধায় তীব্র ভাঙ্গনে বিলীন ঘর ও আবাদি জমি

গাইবান্ধায় নদ-নদীগুলোতে পানি বৃদ্ধির সঙ্গে সঙ্গে শুরু হয়েছে নদী ভাঙ্গন। ইতোমধ্যেই সদর উপজেলার কামারজানির অর্ধ-শতাধিক ঘর-বাড়ি, গাছপালা ও আবাদি জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে।

টানা বৃষ্টিতে গাইবান্ধায় তিস্তা-যমুনা, করতোয়া, ব্রহ্মপুত্র নদীর পানি বাড়তে শুরু করেছে। পানি বাড়ার সাথে সাথে শুরু হয়েছে তীব্র নদী ভাঙ্গন। সদর উপজেলার কামারজানির গোঘাট গ্রামের সাহাপাড়ায় অর্ধ-শতাধিক ঘর-বাড়িসহ বিভিন্ন স্থাপনা নদী গর্ভে বিলীন হয়ে গেছে। একদিনে ৪০টি পরিবারের বাড়িঘর নদী গর্ভে বিলীন হয়ে যাওয়ায় আতঙ্কিত স্থানীয়রা।

ভাঙ্গনরোধে জিও ব্যাগ ডাম্পিং এর কাজ চলছে, জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড।

শুধু কামারজানি নয় গাইবান্ধার ফুলছড়ি উপজেলার কাতলামারি ও সাঘাটা উপজেলার গোবিন্দীসহ বিভিন্ন পয়েন্টে ব্যাপক নদী ভাঙ্গন শুরু হয়েছে।

বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে