গণরুমের শিক্ষার্থীদের নিয়ে ভিসির বাসায় উঠতে বাধার মুখে ডাকসু নেতা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের গণরুমের শিক্ষার্থীদের নিয়ে উপাচার্যের বাসভবনে উঠতে গিয়ে প্রক্টরিয়াল টিমের বাধার সম্মুখীন হয়েছেন ডাকসু নেতা তানভীর হাসান সৈকত।

মঙ্গলবার সকাল সাড়ে দশটার দিকে উপাচার্যের বাসভবনে সামনে এই ঘটনা ঘটে। পরে শিক্ষার্থীরা বাসভবনের সামনেই বসে অবস্থান কর্মসূচি পালন করেন। গণরুম সংকট সমাধান করতে বেঁধে দেওয়া ১৫ কার্যদিবস শেষ হওয়ায় উপাচার্যের বাসভবনে উঠতে যান তিনি।

ডাকসু নির্বাচনের সময় গণরুম সমস্যার সমাধানের আশ্বাস দেন ডাকসুর সদস্য তানভীর হাসান সৈকত। কিন্তু আশ্বাস পূরণ করতে না পেরে নিজেই গণরুমে থাকছেন তিনি। আবাসন সমস্যার সমাধানে উপাচার্য বরাবর তিনি স্মারকলিপিও দিয়েছেন।

ডাকসুর সদস্য তানবীর হাসান সৈকত বলেন, ‘গণরুম সংকট সমাধানে প্রশাসনকে ১৫ কার্যদিবসের আল্টিমেটাম দিয়েছিলাম। কিন্তু প্রশাসন কোন দৃশ্যমান উদ্যোগ নেয়নি। শুধুমাত্র মুখে মুখে আশ্বাস দিয়েছে। তাই আমরা গণরুমের শিক্ষার্থীদের নিয়ে আমাদের অভিভাবক উপাচার্যের বাসভবনে ওঠার সিদ্ধান্ত নিয়েছি। কিন্তু উপাচার্য তার বাসভবনে ঢুকতে দেননি।’

গত ১ অক্টোবর সমস্যা সমাধানে ১৫ কার্যদিবসের আল্টিমেটাম দিয়েছিলেন সৈকত। এর প্রেক্ষিতে উপাচার্য প্রভোস্ট কমিটির সভা ডেকে হল প্রাধ্যক্ষদের মেয়াদোত্তীর্ণ শিক্ষার্থীদের বের করে দেওয়ার নির্দেশ দেন। এরপরও কোনো দৃশ্যমান অগ্রগতি না হওয়ায় গণরুমের শিক্ষার্থীদের নিয়ে বিশ্ববিদ্যালয়ের অভিভাবক উপাচার্যের বাসভবনে ওঠার ঘোষণা দেন তিনি। ২৯ অক্টোবর ১৫ কার্যদিবসের আল্টিমেটাম শেষ হওয়ায় মঙ্গলবার উপাচার্যের বাসভবনে উঠতে গিয়ে বাধা পেলেন ডাকসু নেতা সৈকত।

সরেজমিনে গিয়ে দেখা যায়, সকাল দশটা থেকেই উপাচার্যের বাসভবনের সামনে জড়ো হন শিক্ষার্থীরা। পরে সাড়ে দশটার দিকে ২০-১৫ জন শিক্ষার্থী মিলে উপাচার্যের বাসভবনে উঠতে গেলে প্রক্টরিয়াল টিমের বাধার মুখে পড়ে তারা। পরে বাসভবনের মূল ফটকের সামনেই বসে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। এসময় তারা বিশ্ববিদ্যালয়ের আবাসন সংকট সমাধানের দাবিতে স্লোগান দেয় তারা। এছাড়াও ‘১ম বর্ষে বৈধ সিটের অধিকার চাই’, ‘আবাসন সংকট দূর কর‍তে হবে’, ‘গণরুমের বঞ্চনা মানি না মানবো না’, ‘যাচ্ছি পচে গণরুমে এখানে নাকি স্বপ্ন জমে’, ‘হলের সংখ্যা বৃদ্ধি কর, তারপর ছাত্র ভর্তি কর’ লেখা সম্বলিত প্ল্যাকার্ড প্রদর্শন করেন।

 

ডাকসুঢাকা বিশ্ববিদ্যালয়ঢাকা বিশ্ববিদ্যালয়-গণরুমতানভীর হাসান সৈকত