খালেদা জিয়ার বিদেশযাত্রার বিষয়ে অভিমত আগামীকাল: আইনমন্ত্রী

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেয়ার অনুমতির বিষয়ে দেয়া অভিমত আগামীকাল সকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

তিনি বলেন: শনিবার সব দপ্তর বন্ধ থাকায় আগামীকাল অভিমত পাঠানো হবে।

অন্যদিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। এ ধারা অব্যাহত থাকলে উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে নেয়া যেতে পারে বলে পরামর্শ দিয়েছেন তার মেডিকেল বোর্ডের চিকিৎসকরা।

তারা জানান, চেয়ারপারসনের অক্সিজেনের মাত্রা ওঠানামা করলেও আগের তুলনায় এর চাহিদা হ্রাস পেয়েছে। আগে যেখানে ৩-৪ লিটার অক্সিজেন প্রয়োজন হতো সেখানে বর্তমানে এক লিটার লাগছে। এ সাপোর্ট নিয়ে তার অক্সিজেন স্যাচুরেশন লেভেল ১০০ শতাংশ।

শুক্রবার বিকাল ৫টায় তার রক্তচাপ ছিল ১২০/৮০, শ্বাস-প্রশ্বাসের হার প্রতি মিনিটে ১৫-২০ থাকে।

এছাড়া বিদেশে খালেদা জিয়ার চিকিৎসার ব্যাপারে সরকারের অনুমতির অপেক্ষায় রয়েছে তার পরিবার ও বিএনপি। খালেদা জিয়ার পাসপোর্ট নবায়ন, ভিসাসহ আনুষঙ্গিক কাজ দ্রুত শেষ করার চেষ্টা চলছে। যাতে অনুমতি পেলে যে কোনো মুহূর্তে তাকে বিদেশে নেওয়া যায়।

পরিবারের পক্ষ থেকে তাকে যুক্তরাজ্যে নেওয়ার জন্য জোর তৎপরতা চালানো হচ্ছে। বিকল্প হিসাবে সিঙ্গাপুর, থাইল্যান্ড ও সৌদি আরবকে বিবেচনায় রেখেছেন তারা।

খালেদা জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে শুক্রবার রাতে তার মেডিকেল বোর্ডের সদস্য অধ্যাপক ডা. জাহিদ হোসেন সাংবাদিকদের বলেন, তিনি এখনো সিসিইউতে আছেন। চিকিৎসকরা সকালে তাকে দেখেছেন এবং পরীক্ষা-নিরীক্ষা করেছেন। পরীক্ষা-নিরীক্ষা শেষে মেডিকেল বোর্ড আগের চিকিৎসাই অব্যাহত রেখেছে। তার শারীরিক অবস্থা অপরিবর্তিত আছে।

ডা. জাহিদ আরও বলেন, বিদেশে নেওয়ার ব্যাপারে তার পরিবারের পক্ষ থেকে আবেদন করা হয়েছে। কীভাবে তাকে বিদেশে যাওয়ার অনুমতি দেবে তা সরকারের বিষয়।

বিমানে যাওয়ার মতো খালেদা জিয়ার শারীরিক অবস্থা আছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, খালেদা জিয়া এখন একটি স্বনামধন্য হাসপাতালে এবং স্বনামধন্য চিকিৎসকদের অধীনে চিকিৎসাধীন আছেন। বিদেশে যাওয়ার অনুমতির আবেদন করা হয়েছে। এ অবস্থায় অনুমতি পেলে মেডিকেল বোর্ড সিদ্ধান্ত জানাবে।

উন্নত চিকিৎসাকরোনাবিএনপি চেয়ারপারসনবিদেশ যাত্রাবেগম খালেদা জিয়া