খালেদা জিয়াকে বিশেষায়িত হাসপাতালে চিকিৎসা দিন: ফখরুল

বিশেষায়িত হাসপাতালে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার চিকিৎসার দাবি জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে দেখা করতে এসে সাংবাদিকদের মাধ্যমে এ দাবি জানান তিনি।

মির্জা ফখরুল বলেন, ‘আমরা আগেও বলেছি, বারবারই বলে আসছি, বিএনপি চেয়ারপার্সনকে চিকিৎসা দেয়ার উপযুক্ত পরিবেশ তৈরি করতে হবে। তাকে এমন পরিবেশে চিকিৎসা দিতে হবে যেন তার মনে না হয় উনি কারাগারে থেকে চিকিৎসা নিচ্ছেন। আমরা বারবার বলেছি তাকে একটি বিশেষায়িত হাসপাতালে নিয়ে যাওয়া হোক। তারপরও তাকে আবারও বিএসএমএমইউতেই নিয়ে আসা হয়েছে।’

সোমবার বেলা সোয়া ১২টার দিকে বেগম খালেদা জিয়াকে নিয়ে গাড়িবহর নাজিমুদ্দীন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগার থেকে বিএসএমএমইউ’র উদ্দেশে রওনা দেয়। বেলা সাড়ে ১২টার দিকে গাড়িবহরটি হাসপাতালে পৌঁছানোর পর তাকে কেবিন ব্লকে নিয়ে যাওয়া হয়।

কারা কর্তৃপক্ষ ইতোমধ্যে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে খালেদা জিয়াকে হস্তান্তর করেছে বলে জানানো হয়েছে। কেবিন ব্লকে গঠন করা মেডিক্যাল বোর্ড তার শারীরিক অবস্থা নিয়ে বসেছেন। ইমেজিংসহ বেগম জিয়ার কোনো পরীক্ষা-নিরীক্ষার প্রয়োজন পড়লে সেগুলোও এখানে করা হবে।

বিএনপি চেয়ারপার্সনের সঙ্গে দেখা করার উদ্দেশ্যে পৌনে ১১টা থেকেই হাসপাতালে রয়েছেন মির্জা ফখরুল।

খালেদা জিয়ার চিকিৎসার জন্য সোমবার সকালের মধ্যেই সব প্রস্তুতি নেয়া হয়েছিল বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। যদি চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তির প্রয়োজন পড়ে সেজন্য কেবিনও প্রস্তুত রয়েছে।

বেগম জিয়াকে বিএসএমএমইউতে আনার পর থেকেই অবিলম্বে তার মুক্তির দাবিতে হাসপাতাল চত্বরে বিক্ষোভ করছেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। বিশেষ করে দলের নারী নেতাকর্মীরা পুলিশের বাধা পেরিয়ে হাসপাতাল চত্বর এলাকায় ঢুকে যান এবং সেখানে বিক্ষোভ শুরু করেন।

খালেদা জিয়াবিএনপিবিএসএমএমইউমির্জা ফখরুল ইসলাম আলমগীর