খালেদা জিয়াকে পছন্দ মত চিকিৎসার সুযোগ দিন: নজরুল ইসলাম খান

গুরুতর অসুস্থ বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে তার পছন্দ মত সুচিকিৎসার সুযোগ করে দেয়ার জন্য সরকারের প্রতি আবারও আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

নজরুল ইসলাম খান বলেন: বাংলাদেশের মানুষ যাকে মায়ের মর্যাদা দিয়েছেন সেই বেগম খালেদা জিয়া কারারুদ্ধ। আমরা তার নিঃশর্ত মুক্তি চাই। তার সর্বোচ্চ চিকিৎসার ব্যবস্থা করা হোক। এটা তার প্রাপ্য। একজন মানুষ হিসেবে একজন নেত্রী হিসেবে এটা তার প্রাপ্য। তিনবারের সাবেক প্রধানমন্ত্রী হিসেবে এটা তার প্রাপ্য। একজন সাবেক রাষ্ট্রপতির স্ত্রী হিসেবে এটা তার প্রাপ্য।

মঙ্গলবার সন্ধ্যায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক স্মরণ সভায় এসব কথা বলেন।

শ্রমিক দলের সাবেক নেতা আবুল কাশেম চৌধুরী, শহিদুল ইসলাম চৌধুরী দুলাল ও মোহাম্মদ উল্লাহ ভূঁইয়ার স্মরণে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

সরকারকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে নজরুল ইসলাম বলেন: মিথ্যা মামলায় কারাবন্দি বেগম খালেদা জিয়াকে জেলে রেখেও যদি অবাধ সুষ্ঠু নির্বাচন দেয়া হয় তাহলেও এই সরকারের বিজয়ের কোনও সম্ভাবনা নাই। মানুষ বন্দি খালেদা জিয়াকে মুক্ত করার জন্য বিএনপিকে ভোট দেবে।

তিনি আরা বলেন: আমরা দেখতে চাই দেশে গণতান্ত্রিক রাজনৈতিক পরিবেশ বিরাজ করুক। কারও সমর্থন যদি বেশি হয় তারা নির্বাচনে জিতবে, ক্ষমতায় যাবে।

বেগম জিয়ার গৃহকর্মী ফাতেমাকে নিয়ে মিথ্যাচার করা হচ্ছে অভিযোগ করে সাবেক এই রাষ্ট্রদূত বলেন, একটি টিভি চ্যানেলে ম্যাডামের (খালেদা জিয়া) সঙ্গে যে মেয়েটি থেকে স্বেচ্ছায় কারাবরণ করেছেন তার বাবাকে দিয়ে একটি সাক্ষাৎকার প্রচার করা হয়েছে। এ চ্যানেলটিকে আমরা চিনি। তাদের প্রতিদিনের খবর দেখলে আপনারা বুঝবেন তারা কার জন্য কাজ করে।

এ প্রসঙ্গে নজরুল ইসলাম বলেন: এমন মিথ্যা সংবাদ শুনেই আমি সাথে সাথে দলের মহাসচিবকে জিজ্ঞেস করেছিলাম যে, একটা ব্যাপার শোনা গেলো এটা কি? মহাসচিব বললেন, ‘১০০ ভাগ মিথ্যা একটা রিপোর্ট করা হয়েছে’। সম্ভবত বেচারা গরিব মানুষ তাকে ম্যানেজ করে রিপোর্টটা চালানো হয়েছে। মাত্র ক’দিন আগে তাকে তার প্রাপ্য টাকা দেয়া হয়েছে।’

খালেদা জিয়ানজরুল ইসলাম খাননির্বাচনবিএনপি