খালেদা জিয়াকে নির্বাচনের বাইরে রাখার ইচ্ছে নেই: ওবায়দুল কাদের

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, খালেদা জিয়াকে নির্বাচনের বাইরে রাখার কোন ইচ্ছে বা দুরভিসন্ধি আওয়ামী লীগের নেই। শনিবার সকালে ফেনী সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন:  দণ্ডিত হওয়ার কারণে বেগম খালেদা জিয়া যদি নির্বাচনে অংশ নিতে না পারেন তাহলে তার দলতো রয়েছে। আমার দৃঢ় বিশ্বাস বিএনপি আগামী জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করবে। বিএনপি ও বেগম জিয়াকে নির্বাচনের বাইরে রাখার এমন কোন দুরভিসন্ধি আওয়ামিলীগের নেই।

বিএনপি’র সাথে আওয়ামী লীগের নির্বাচন পূর্ব সংলাপের কোন প্রয়োাজন নেই বলেও মনে করেন ওবায়দুল কাদের।

সেতুমন্ত্রী বলেন: বিএনপি নেতারা বলছেন খালেদা জিয়া জেলে যাওয়ার পর বিএনপি আরো শক্তিশালী হয়েছে। তাহলে সেই শক্তিশালী বিএনপি’র  সাথে আওয়মী লীগ নির্বাচন করবে।

মতবিনিময়কালে ফেনী জেলা জেলা প্রশাসক মনোজ কুমার রায়, পুলিশ সুপার এস এম জাহাঙ্গীর আলম সরকার, সড়ক ও জনপথ বিভাগের কুমিল্লা জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী এ কে এম মনিরুজ্জামান, ফেনী জেলা আওয়ামী লীগ সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান আব্দুর রহমান বিকম উপস্থিত ছিলেন।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদকওবায়দুল কাদেরসড়ক পরিবহন ও সেতুমন্ত্রী