ক্যারিবীয়-গতি নিয়ে ভীত নন সৌম্য

টেস্টে ফিরছেন সৌম্য?

টেস্ট দলে নেই, তবে কেনো লাল বলে অনুশীলন করছেন সৌম্য সরকার? প্রথম দেখায় একটু বিস্ময় জাগানিয়া হলেও গভীরে গিয়ে ভাবলেই স্পষ্ট হবে মিরপুরের একাডেমি মাঠে লাল-বলে কেনো ব্যাট করছিলেন বাংলাদেশের এ ওপেনার।

তামিম ইকবাল নতুন করে চোট পাওয়ায় ওয়েস্ট ইন্ডিজ সিরিজের বিপক্ষে টেস্ট খেলা নিয়ে বেড়েছে অনিশ্চয়তা। জিম্বাবুয়ের বিপক্ষে বাজে পারফরম্যান্স করেছেন ইমরুল কায়েস ও লিটন দাস। উইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে টপঅর্ডারে যদি পরিবর্তনের কথা ভাবা হয়, অবধারিতভাবে বিবেচনায় আসবে সৌম্যর নাম। দুইয়ে দুইয়ে তাই চার মেলানোই যায়!

জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে ও টেস্ট সিরিজে সফরকারী পেসারদের সামনে ধুঁকেছে বাংলাদেশের ব্যাটিং। সে তুলনায় উইন্ডিজ পেসারদের গতি হবে আরও বেশি। তবে তাতে ভীত নন সৌম্য। দুশ্চিন্তা বাদ দিয়ে পরিশীলিত ব্যাটিংয়ে মনোযোগের কথা বললেন এ বাঁহাতি ওপেনার।

‘অবশ্যই একটু কঠিন হবে। ওয়েস্ট ইন্ডিজের বোলাররা খুব দ্রুতগতির, আমাদের উইকেটে কুইক বল খেলা একটু কঠিন। কারণ ডাবল পেস থাকে। আমাদের ওই চিন্তা না করে প্রস্তুতি নেয়া উচিত। গতি, সুইং এসব আমাদের সামলাতে হবে। আমরাও তাদের সমকক্ষ, আমরা যে খুব খারাপ খেলছি তা নয়। যাই হোক, আমাদের হ্যান্ডেল করতে হবে। আমরা যত স্মার্টলি হ্যান্ডেল করতে পারব ততই ভালো হবে।’

সৌম্য সবশেষ টেস্ট খেলেছেন ২০১৭ সালের অক্টোবরে, সাউথ আফ্রিকা সফরে। ওয়ানডে দলেও অনিয়মিত হয়ে পড়েছিলেন। ছিলেন আসা-যাওয়ার মধ্যে। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের তৃতীয় ওয়ানডেতে হঠাৎ দলে ফিরে ৯২ বলে ১১৭ রানের ঝলমলে ইনিংস খেলে ক্যারিয়ারে ফিরিয়েছেন ‘প্রাণ’।

পাশাপাশি জাতীয় লিগে পারফরম্যান্সের ধারাবাহিকতায় টেস্ট দলে জায়গা করে নেয়ার একটা সম্ভাবনা তৈরি করেছেন সৌম্য। টেস্টে ফেরা নিশ্চিত না হলেও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই দিনের প্রস্তুতি ম্যাচে বিসিবি একাদশের হয়ে খেলবেন সৌম্য, সেটি নিশ্চিত করেছেন নির্বাচক হাবিবুল বাশার সুমন। ম্যাচটি হবে আগামী ১৮-১৯ নভেম্বর, চট্টগ্রামে।

লিড স্পোর্টসসৌম্য সরকার