ক্যাম্প ছেড়েছেন জাতীয় দলের ফুটবলাররা

করোনাভাইরাসের কারণে পিছিয়ে গেছে বাংলাদেশ ফুটবল দলের বিশ্বকাপ বাছাইয়ের খেলা। সেজন্য অনুশীলন পর্ব স্থগিত হওয়ায় গাজীপুরের ক্যাম্প ছেড়েছেন জাতীয় দলের খেলোয়াড়রা। বাড়ন্ত স্বাস্থ্যঝুঁকির কারণে পুরো এশিয়া অঞ্চলের বিশ্বকাপ বাছাই চলতি বছরে আর মাঠে না নেয়ার সিদ্ধান্ত বুধবার জানায় ফিফা।

২০২২ কাতার বিশ্বকাপ ও ২০২৩ এশিয়ান কাপের প্রাথমিক বাছাইয়ের জন্য গত শুক্রবার থেকে অনুশীলন ক্যাম্পের আয়োজন করেছিল বাফুফে। গাজীপুরে হচ্ছিল ক্যাম্প। খেলা ছিল অক্টোবরে। ৮ অক্টোবর সিলেটে আফগানিস্তানের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ ছিল বাংলাদেশের।

চলতি বছর যখন আর খেলা হচ্ছেই না, তখন ক্যাম্প স্থগিত করা ছাড়া উপায়ও ছিল না বাফুফের। স্থগিতের সিদ্ধান্ত আসার পর দ্রুততম সময়ে ক্যাম্প ছেড়েছেন জাতীয় দলের সদস্যরা। ফিরে ফুটবলাররা সবাই আইসোলেশনে থাকবেন, এমন সিদ্ধান্ত দিয়েছে দেশের ফুটবলের অভিভাবক সংস্থাটি।

আসছে অক্টোবর-নভেম্বরে আন্তর্জাতিক ফুটবলের জন্য ব্যস্ত সূচি ছিল এশিয়ার। বিশ্বকাপ-এশিয়ান কাপের বাছাইয়ে আরও ৪টি ম্যাচ বাকি বাংলাদেশের। গত মার্চ-জুনে যেগুলো খেলার কথা ছিল। অন্যদের মতো বাংলাদেশও মাঠে নামতে পারেনি করোনা মহামারীর কারণে।

আফগানিস্তান ছাড়াও বাংলাদেশের আরও দুটি ম্যাচ আছে ঘরের মাটিতে। ভারত ও ওমানের বিপক্ষে নভেম্বরে খেলার কথা ছিল। বাকি ম্যাচটির প্রতিপক্ষ কাতার, দোহায় অক্টোবরে হওয়ার সূচি ছিল যেটির। বাছাইয়ে ‘ই’ গ্রুপে ৪ ম্যাচ খেলে ১ পয়েন্টে তলানিতে পড়ে আছে বাংলাদেশ। আগামী বছর নতুন সূচিতে হবে খেলা।

বাংলাদেশ জাতীয় ফুটবল দলবাংলাদেশ ফুটবল ফেডারেশনবিশ্বকাপ বাছাইলিড স্পোর্টস