কোহলির ৫ কোটি, ওলট-পালট বেতন কাঠামোতে চুক্তি স্থগিত সামির

বহু প্রতীক্ষার পর অবশেষে গ্রেডেশনের বিচারে ক্রিকেটারদের সঙ্গে কেন্দ্রীয় চুক্তির তালিকা ও আর্থিক রাশির পরিমাণ ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। আশ্চর্যজনকভাবে ২৬জন ক্রিকেটারের তালিকায় নাম নেই পেসার মোহাম্মদ সামির। যদিও সাউথ আফ্রিকা সফরে তিনি দারুণ বোলিং করেছিলেন।

স্বাভাবিক নিয়মেই কেন্দ্রীয় চুক্তিতে সামির নাম থাকা উচিত ছিল। তবে বোর্ড সূত্রের বরাতে ভারতীয় গণমাধ্যম জানাচ্ছে, গত সেপ্টেম্বরেই চুক্তির তালিকা তৈরি হয়েছিল। সামির নাম ছিল ‘বি’ ক্যাটেগরিতে।

কিন্তু মঙ্গলবার রাতে সামির বিরুদ্ধে তার স্ত্রী হাসিন জাহান বিবাহবহির্ভুত সম্পর্কে জড়িয়ে পড়া, তার ওপর শারীরিক ও মানসিক নির্যাতনসহ একাধিক অভিযোগ করেন মিডিয়ার সামনে। তার পরেই নাকি কেন্দ্রীয় চুক্তি থেকে বোর্ড সামির নাম বাদ দেয়।

বুধবার কেন্দ্রীয় চুক্তি প্রকাশিত হওয়ার সময় বিসিসিআইর পক্ষ থেকে কিছু জানানো হয়নি। তাতে জল্পনা আরো বাড়ে। পরে বিসিসিআইয়ের পক্ষ থেকে জানানো হয়, কলকাতার পুলিশ কমিশনারের কাছে সামির বিরুদ্ধে তার স্ত্রী শারীরিক ও মানসিক নির্যাতনের পাশাপাশি একাধিক গুরুতর অভিযোগ করেছেন। বিষয়টি একেবারেই সামির ব্যক্তিগত। তবুও ঘটনার গুরুত্ব বিচার-বিবেচনা করে সামির নাম কেন্দ্রীয় চুক্তির তালিকা থেকে বাইরে রাখা হয়েছে। সামির যোগ্যতা নিয়ে কোন প্রশ্ন নেই। তবে ভারতীয় ক্রিকেট দলের ভাবমূর্তির সঙ্গে কোন আপোসও করা হবে না।

তবে সামি এদিন টুইটারে তার স্ত্রী’র করা যাবতীয় অভিযোগ উড়িয়ে দেন। তিনি পালটা অভিযোগ করেন, তার ক্যারিয়ার শেষ করে দেয়ার চেষ্টা হচ্ছে।

ভারতের পুরুষ ক্রিকেটারদের গ্রেডেশনে ‘এ প্লাস’ ক্যাটেগরি চালু হল এই প্রথম। এতে শীর্ষ ক্রিকেটারদের বেতন এক ধাক্কায় বেড়েছে ৫ কোটি রুপি। তাতে অবশ্য বেশ ওলট-পালটও হয়েছে। এতে ভুবনেশ্বর-বুমরাহ ‘এ প্লাস’ পেলেও তাতে নেই ধোনির মত ক্রিকেটার।

বিরাট কোহলি, রোহিত শর্মা, শেখর ধাওয়ান, ভুবনেশ্বর কুমার ও জশপ্রীত বুমরাহ এই গ্রেডে আছেন। ২০১৭ সালের অক্টোবর থেকে ২০১৮ সালের সেপ্টেম্বর পর্যন্ত বার্ষিক চুক্তিতে ৭ কোটি রুপি করে পাবেন তারা।

টপ ক্যাটেগরিতে জায়গা পাননি মহেন্দ্র সিং ধোনি ও রবিচন্দন অশ্বিন। তারা আছেন ‘এ’ ক্যাটেগরিতে রবীন্দ্র জাদেজা, মুরালি বিজয়, চেতেশ্বর পূজারা, অজিঙ্কা রাহানে, ঋদ্ধিমান সাহার সঙ্গে। বছরে পাঁচ কোটি পাবেন ধোনিরা।

‘বি’ ক্যাটেগরিতে আছেন লোকেশ রাহুল, উমেশ যাদব, কুলদীপ যাদব, যুজবেন্দ্র চাহাল, হার্দিক পান্ডিয়া, ইশান্ত শর্মা, দীনেশ কার্তিক। তারা পাবেন তিন কোটি করে। ‘সি’ ক্যাটেগরিতে আছেন কেদার যাদব, মনিশ পাণ্ডে, অক্ষর প্যাটেল, করুণ নায়ার, সুরেশ রায়না, পার্থিব প্যাটেল, জয়ন্ত যাদব। তারা পাবেন বছরে ১ কোটি করে।

কোহলিভারতীয় ক্রিকেট