কেউ চাইলেই অনলাইন টেলিভিশন খুলতে পারবে না: তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, রেজিষ্ট্রেশনের ভিত্তিতে নীতিমালা তৈরি করে অনলাইন নিউজ পোর্টাল এবং অনলাইন টেলিভিশনকে নিয়ন্ত্রণ করা হবে। যে কেউ চাইলে অনলাইন টেলিভিশন খুলতে পারবে না।

মঙ্গলবার চট্টগ্রাম সার্কিট হাউসে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

তথ্যমন্ত্রী আরো বলেন, একই সাথে যত দ্রুত সম্ভব নবম ওয়েজবোর্ড বাস্তবায়নের জন্য কাজ করা হবে এবং এর মধ্যে টেলিভিশন মিডিয়া অন্তর্ভূক্ত করা হবে।

ওয়েজবোর্ড কেউ বাস্তবায়ন না করলে সেটাও তদারকি করা হবে বলে জানান তিনি।

তথ্যমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর ড. হাছান মাহমুদ মঙ্গলবার চট্টগ্রামে এসে প্রথমে দলীয় নেতাকর্মীদের সাথে পরে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন।

সেসময় চট্টগ্রাম সিটি মেয়র আ.জ.ম নাছির উদ্দিন, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোসলেম উদ্দিন আহমেদ, মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহাতাব উদ্দিন চৌধুরী, জেলা পরিষদ চেয়ারম্যান এম এ সালাম, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

অনলাইন নিউজ পোর্টালড. হাছান মাহমুদতথ্যমন্ত্রীসেমি লিড