কৃষকের স্বপ্নের বাজার ‘ভিলেজ সুপার মার্কেট’

উন্নত বিশ্বের কৃষি বাজারের ধারণা নিয়ে দেশে প্রথমবারের মতো গড়ে উঠেছে সর্বাধুনিক প্রযুক্তি ও সুবিধা সম্বলিত কৃষিপণ্যের বাজার ‘ভিলেজ সুপার মার্কেট’। খুলনার ডুমুরিয়ায় গড়ে ওঠা স্বপ্নের ওই বাজারের মাধ্যমে কৃষকের দীর্ঘদিনের বঞ্চনা দূর হবে বলে আশা সংশ্লিষ্টদের। 

যুগ যুগ ধরে কৃষকের ফসল ফলানোর স্বপ্নগুলো হোঁচট খেয়েছে বাজারের কাছে এসে। মধ্যস্বত্তভোগীর দীর্ঘ দৌরাত্ম আর বঞ্চনার এই পথে দাঁড়িয়ে সবসময় কৃষক চেয়েছে একটি বাজার, যেখানে তার সিদ্ধান্তের মূল্য থাকবে। থাকবে না দফায় দফায় হাত বদলের রীতি।

নেদারল্যান্ডভিত্তিক আন্তর্জাতিক সংগঠন সলিডারিডাডের প্রকল্প ‘সফল’ উপকুলীয় জেলাগুলোয় কৃষককে দেখিয়েছে সেই বঞ্চনা দূর করার স্বপ্ন।

এরই চূড়ান্ত এক ক্ষেত্র কৃষক সেবার নতুন ছায়াতল ‘ভিলেজ সুপার মার্কেট’। পৃথিবীর আধুনিকতম কৃষিপণ্যের বাজারগুলোকে সামনে রেখে, গড়ে তোলা হয়েছে এই বাজার।

এই বাজারে পণ্যের গুণগত মাণ সুরক্ষা, বাছাই, সংরক্ষণ, উন্নত প্যাকেজিং ও বাজারজাতকরণের ব্যবস্থাগুলো রাখা হয়েছে পরিকল্পিতভাবে।

এই বাজার অনেক ব্যবধানই ঘুঁচিয়ে তুলবে, আশা সুপার মার্কেট মালিকদেরও।

একই আকার ও নকশার অপর ভিলেজ সুপার মার্কেটটি গড়ে তোলা হয়েছে যশোরে।

বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে:

ভিলেজ সুপার মার্কেটসেমি লিড