কৃষকের আর্থিক সুরক্ষা ও প্রযুক্তি সহযোগিতার পূর্ণাঙ্গ প্যাকেজ

কৃষকদের জন্য আর্থিক সুরক্ষা ও প্রযুক্তিগত সহায়তা দিয়ে নেয়া হয়েছে সমন্বিত উদ্যোগ। এই সুরক্ষার আওতায় বীমা ও কৃষি ঋণ সুবিধাকেও অন্তর্ভুক্ত করা হয়েছে।

রোববার চ্যানেল আইয়ের কৃষিভিত্তিক প্রামাণ্য অনুষ্ঠান ‘হৃদয়ে মাটি ও মানুষের’-এই উদ্যোগের সঙ্গে যুক্ত হয়েছে বাণিজ্যিক ব্যাংক ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক-ইউসিবি, ইন্সুরেন্স কোম্পানি গ্রীন ডেল্টা, আবহাওয়া পূর্বাভাস প্রতিষ্ঠান মার্স এবং তথ্য প্রযুক্তি প্রতিষ্ঠান ফিল এক্সপার্ট লিমিটেড।

এ সময় আলোচনা সভায় উপস্থিত ছিলেন কৃষি ও গণমাধ্যম ব্যক্তিত্ব এবং চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ, ইউসিবি ব্যাংকের সিইও মোহাম্মদ শাখাওয়াত জামিল, গ্রীন ডেল্টা ইন্সুরেন্সের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও ফারজানা চৌধুরী, চাটার্ড লাইফের প্রধান নির্বাহী কর্মকর্তা এস এম জিয়াউল হকসহ আরও অনেকে।

আলোচনা শেষে কৃষকদের সহয়তায় জন্য একটি স্থায়ী কমিটিও গঠন করা হয়। শিগগিরই নির্বাচিত কৃষকদের নিয়ে মাঠপর্যায়ে কাজ শুরু হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

হৃদয়ে মাটি ও মানুষ